9.7 C
Toronto
শনিবার, এপ্রিল ১৯, ২০২৫

বালিশ হাতে জাহ্নবী কেন বিমানবন্দরে?

বালিশ হাতে জাহ্নবী কেন বিমানবন্দরে? - the Bengali Times
জাহ্নবী কাপূর

শুভ্র এক বালিশ নিয়ে গাড়ি থেকে নামলেন জাহ্নবী কাপূর। খোলা চুল, ফুরফুরে নীল ড্রেসে ধীর গতিতে এগিয়ে গেলেন। যেন ঘুমজড়ানো চোখে আবার ঘুমাতেই যাচ্ছেন পাশের ঘরটিতে।

কৌতূহল উস্কে দিয়ে কিছুটা হেঁটে জাহ্নবী বালিশ ধরতে দিলেন একজনকে। তারপর ক্যামেরার দিকে তাকিয়ে অল্প হেসে ঢুকে গেলেন বিমানবন্দরের ভিতরে। সেই ভিডিও ঘুরছে সামাজিক যোগাযোগমাধ্যমে। কিন্তু বালিশ হাতে জাহ্নবী কেন বিমানবন্দরে? তা নিয়ে চলছে জল্পনা-কল্পনা।

- Advertisement -

কেউ বলছেন, হোটেল থেকে বালিশ চুরি করে পালাচ্ছেন?

একজন মন্তব্য করেছেন, বিমানে যাবেন না ট্রেনে? বালিশটা মাথায় দেবেন কীভাবে বিমানে উঠে?

এক অনুরাগীর দাবি, কাজের চাপে ঘুমানোর সময় পান না উনি, তাই বালিশ সঙ্গে রেখেছেন। যেখানে সুযোগ হবে ঘুমিয়ে নেবেন।

অনেকেরই অনুমান, এটিই জাহ্নবীর প্রিয় বালিশ, এটি ছাড়া তিনি ঘুমোতে পারেন না। তাই সঙ্গে নিয়ে চলেছেন।

প্রেমের ছবি ‘বাওয়াল’-এ শিগগিরই দেখা যাবে জাহ্নবীকে। এ ছবিতে বরুণ ধাওয়ানের বিপরীতে অভিনয় করেছেন তিনি। এ ছাড়াও ক্রীড়াধর্মী ‘মিস্টার অ্যান্ড মিসেস মাহি’ ছবিতে রাজকুমার রাওয়ের সঙ্গে দেখা যাবে তাকে।

- Advertisement -

Related Articles

Latest Articles