9.7 C
Toronto
শনিবার, এপ্রিল ১৯, ২০২৫

রাশিফলে দেখে নিন, বৃহস্পতিবার দিনটি কেমন কাটবে

রাশিফলে দেখে নিন, বৃহস্পতিবার দিনটি কেমন কাটবে - the Bengali Times
প্রতীকী ছবি

আজ বৃহস্পতিবার, ২৫ মে ২০২৩। ভাগ্যরেখা অনুযায়ী আপনার আজকের দিনটি কেমন কাটতে পারে? ব্যক্তি, পারিবারিক ও কর্মক্ষেত্র সম্পর্কে কী বলছে জ্যোতিষশাস্ত্র? এই বিষয়গুলো সম্পর্কে যারা দিনের শুরুতে আগাম কিছুটা ধারণা নিয়ে রাখতে চান, তারা একবার পড়ে নিতে পারেন আজকের রাশিফল।

মেষ
মেষ রাশির জাতকদের পারিবারিক সুখ বৃদ্ধি হবে। আজকের দিনে যে সুযোগ পাবেন তার সদ্ব্যবহার করুন। চাকরিজীবীরা উচ্চাধিকারীকদের ঘনিষ্ঠ হওয়ার ফলে লাভান্বিত হবেন। ব্যবসায়ীরা পুরনো কাজ থেকে শীঘ্রই লাভ অর্জন করতে পারবেন। জীবনসঙ্গীর সঙ্গে ভালো সময় কাটাবেন। সন্ধ্যা নাগাদ সুসংবাদ পাওয়ায় আনন্দিত হবেন।

- Advertisement -

বৃষ
বৃষ রাশির জাতকদের আজকের দিনটি সাধারণের তুলনায় ভালো থাকবে। সারা দিন ব্যস্ততায় কাটবে। তবে ধীরে ধীরে সমস্ত কাজ সম্পন্ন হওয়ায় মনে আনন্দ থাকবে। ব্যবসায় মাথা খাটাতে হবে। প্রতিযোগিতা বাড়বে। অর্থ লাভের জন্য অধিক দৌড়ঝাঁপ করতে হবে। কোনও ভুল বোঝাবুঝির কারণে পরিবারের পরিবেশ খারাপ হবে। পৈতৃক সম্পত্তি সংক্রান্ত কাজ আপাতত বন্ধ করুন, তা না-হলে কোনো বড় সমস্যা তৈরি হতে পারে। ভাই-বোনের মধ্যে সহযোগিতা বৃদ্ধি পাবে, তবে মতভেদও থাকবে।

মিথুন
মিথুন রাশির জাতকরা অনৈতিক কাজ থেকে দূরত্ব বজায় রাখুন। সম্মানহানি হতে পারে। পরিবারে তৃতীয় ব্যক্তির আগমনে কলহ ও বিবাদ হতে পারে। আবেগ বৃদ্ধি পাওয়ায় বিপরীত লিঙ্গের প্রতি আকৃষ্ট হবেন। কোনও কাজ সম্পন্ন হবে না, যার ফলে মনে নেতিবাচক শক্তির প্রভাব বাড়বে। তবে সন্ধ্যাবেলা আকস্মিক সুসংবাদ পাবেন, যা আপনাকে স্বস্তি দেবে। কর্মক্ষেত্রে চুপ থেকে কাজ করে যান। মনের হতাশা আবেগ হিসেবে ঝরে পড়তে পারে।

কর্কট
কর্কট রাশির জাতক-জাতিকাদের আজকের দিনটি সুখ-শান্তিতে কাটবে। অফিস ও পরিবারের মধ্যে সামঞ্জস্য বজায় রাখতে গিয়ে সমস্যায় জড়াবেন। সামাজিক কাজে যোগদান কমবে, তবে আপনাদের সম্মান বজায় থাকবে। প্রেম জীবনে সমস্যার পর ঘনিষ্ঠতা বৃদ্ধি পাবে। চাকরিজীবীরা বিশ্রামের কারণে কর্মক্ষেত্রে মনোনিবেশ করতে পারবেন না। ব্যবসায়ীরা লাভবান হওয়ায় ভবিষ্যৎ সম্পর্কে নিশ্চিন্ত থাকবেন। সন্ধ্যাবেলা ব্যয় হবে।

সিংহ
সিংহ রাশির জাতকদের আজকের দিনটি মিশ্র ফলদায়ক। আলস্যের কারণে কাজে বিলম্ব হবে। কোনো কাজ তাড়াতাড়ি করতে চাইবেন না। তবে একবার সেই কাজ শুরু করার পর তা পূর্ণ করতে সফল হবেন। ব্যবসায়িক গতির কারণে ব্যস্ততা বাড়বে। চাকরিজীবীরা তাড়াহুড়োয় কাজ করবেন, যার ফলে ভুল হতে পারে, তাই সতর্ক হোন। কারো উসকানিতে অপশব্দ প্রয়োগ করবেন না। এর ফলে ছোটখাটো বিষয়ে জটিল হয়ে যেতে পারে।

কন্যা
কন্যা রাশির জাতকরা আজ আবেগতাড়িত হয়ে নিজের লোকসান করে ফেলতে পারেন। বিনোদনের প্রতি বেশি মনোনিবেশ করায় গুরুত্বপূর্ণ কাজ নষ্ট হয়ে যেতে পারে। তবে আর্থিক দিক দিয়ে দিন ভালো। সন্ধ্যার আগের সময়ে ব্যবসায় উন্নতি হবে। কেউ আপনার উদার মনোভবের ভুল সুযোগ তুলতে পারে। আবেগতাড়িত হয়ে কোনো সিদ্ধান্ত নেবেন না, তা না-হলে পরবর্তীকালে সমস্যায় জড়াতে পারেন।

তুলা
তুলা রাশির জাতকদের আর্থিক জটিলতা বাড়তে পারে। পরিবারের কোনো সদস্যের উগ্র ব্যবহারের কারণে বাড়ির পরিবেশ খারাপ হবে। বাড়ির বয়স্কদের পথ প্রদর্শন কার্যকরী হবে। চাকরিজীবীরা অফিসে স্পষ্টতার সঙ্গে কাজ করুন। আধিকারিকদের কথা না-শুনলে এটি আপনার পক্ষে ক্ষতিকর হয়ে দাঁড়াতে পারে। সতর্ক থাকুন। সন্ধ্যাবেলা আকস্মিক ধন লাভ করায় স্বস্তি পাবেন। তবে ব্যয় বাড়ায় সঞ্চয় করতে পারবেন না।

বৃশ্চিক
বৃশ্চিক রাশির জাতকদের আজকের দিনটি মাঝারি ফলদায়ী। সকাল থেকে কাজে ব্যস্ত থাকায় লাভের সম্ভাবনা বাড়বে, তবে ক্লান্তি অনুভব করবেন। ব্যবসায়ীরা আজ সিদ্ধান্ত নেয়ার ক্ষেত্রে দোটানায় পড়বেন। ব্যবসায়িক গতিবিধি বজায় থাকবে এবং সন্তোষজনক পরিস্থিতি থাকবে। যেখান থেকে বেশি লাভের প্রত্যাশা রয়েছে সেখানেই হতাশ হবেন। পারিবারিক কাজে ব্যস্ততা বাড়বে। কারো রাগ সহ্য করতে হবে।

ধনু
ধনু রাশির জাতকরা আজ যে কাজ করবেন, নিকট ভবিষ্যতে তার ফল পাবেন। বেশি পরিশ্রম করলেও, ফলাফল লাভে বিলম্ব হবে। মানসিক কাজে সাফল্য লাভ সম্ভব। অন্যদের তুলনায় বুদ্ধিমান মনে হবে আপনাকে। তবে এর দ্বারা আর্থিক দিক থেকে লাভান্বিত হবেন না। ভবিষ্যৎ পরিকল্পনা তৈরি করবেন, তবে বাস্তব দেখে এ সব অলীক কল্পনা মনে হবে। কাজ ও ব্যবসায় আংশিক লাভ হবে। প্রতিদিনের ব্যয়ের টাকা জোগাড় করে নিতে পারবেন। আর্থিক কারণে পারিবারিক প্রয়োজনীয়তা পূরণ করতে পারবেন না।

মকর
মকর রাশির জাতকরা নিজের আবেগ নিয়ন্ত্রণে রাখুন। মনের কথা সবার সামনে বললে পরবর্তী সময়ে সমস্যায় পড়তে পারেন। অন্যের পরামর্শ নিয়ে জরুরি কাজ সম্পন্ন করুন। মানসিক শান্তি লাভ করবেন। আর্থিক দিক দিয়ে মিশ্র দিন। বিক্রয় ঠিকঠাক থাকবে, তবে অর্থ আগমন নিশ্চিত হবে।

কুম্ভ
কুম্ভ রাশির জাতকরা আজ কারো কথায় কান দেবেন না। বিভ্রান্তিকর কথায় শিগগির বিশ্বাস করলে লোকসান হবে। ব্যবহারের কারণে সম্পর্কে তিক্ততা দেখা দিতে পারে। কাজ ও ব্যবসার প্রতি গাম্ভীর্য থাকবে। ব্যবসায়ীদের ব্যবহারে লোকসান সম্ভব। প্রতিযোগীরা প্রভাব বিস্তারের চেষ্টা করবেন। কারো সাহায্য ছাড়া ধন লাভ অসম্ভব হয়ে পড়বে। পারিবারিক পরিবেশ অস্থির থাকবে। সদস্যের মধ্যে সহমত না-হওয়ায় সংঘর্ষ সম্ভব।

মীন
মীন রাশির জাতকরা কাজে সাফল্য লাভ করবেন। নারীরা পুরুষদের তুলনায় অধিক প্রভাবশালী প্রতিপন্ন হবেন। মীন রাশির জাতকদের পারিবারিক পরিবেশ সাধারণ থাকবে। কারও সাহায্য নিতে চাইবেন না। তবে আর্থিক বিষয়ে আপনার মতামত পাল্টাতে পারে। চাকরিজীবীরা সুসংবাদ পাবেন। ব্যবসায়ীরা নিশ্চিন্তে সিদ্ধান্ত নিতে পারেন। এর ফলে তাদের অবশ্যই লাভ হবে। আত্মবিশ্বাস বাড়বে। তবে জটিলতার কারণে কিছু সময়র জন্য দোটানায় পড়তে পারেন।

- Advertisement -

Related Articles

Latest Articles