14.5 C
Toronto
শনিবার, এপ্রিল ১৯, ২০২৫

প্রধান শিক্ষিকাকে মারছেন ২ শিক্ষিকা, ভিডিও করছে ছাত্র!

প্রধান শিক্ষিকাকে মারছেন ২ শিক্ষিকা, ভিডিও করছে ছাত্র! - the Bengali Times

স্কুলের জানালা বন্ধ করাকে কেন্দ্র করে বিহারের পাটনার এক স্কুলের প্রধান শিক্ষিকাকে জুতাপেটা করেছেন আরেক শিক্ষিকা। এ ঘটনার ভিডিও ধারণ করেছে ওই স্কুলেরই এক শিক্ষার্থী। খবর এনডিটিভির।

- Advertisement -

ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে এ ঘটনার ভিডিও ভাইরাল হয়েছে। এতে দেখা যায়, কথা কাটাকাটির একপর্যায়ে প্রধান শিক্ষিকা কান্তি কুমারীকে অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করেন আনিতা কুমারী নামের আরেক শিক্ষিকা। পরে তাদের মধ্যে ধাক্কাধাক্কি শুরু হয়।

একপর্যায়ে শিক্ষিকাদের রুম থেকে বের হয়ে প্রধান শিক্ষিকাকে জুতাপেটা করতে থাকেন আনিতা কুমারী। একপর্যায়ে তার সঙ্গে যোগ দেন আরেকজন শিক্ষিকা। তিনি লাঠি নিয়ে পেটাতে থাকেন কান্তি কুমারীকে। পরে স্থানীয়রা এসে তাদের থামান।

শিক্ষার্থীদের সামনে প্রকাশ্যে এমন কাণ্ড ঘটান শিক্ষিকারা। এ নিয়ে ওই স্কুলের আঞ্চলিক এডুকেশন অফিসার নরেশ জানান, এই দুই শিক্ষিকার মধ্যে আগে থেকেই ব্যক্তিগত বিবাদ ছিল। নরেশ আরও বলেন, কর্তৃপক্ষকে বিষয়টি সম্পর্কে অবহিত করা হয়েছে। ঘটনার সুরতহাল জেনে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

- Advertisement -

Related Articles

Latest Articles