
এলজিবিটি অধিকার নিয়ে ইতালি সরকারের দৃষ্টি আকর্ষণ করেছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। জাপানের হিরোশিমায় জি৭ নেতাদের সম্মেলনে ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সঙ্গে বৈঠকে বিষয়টি উত্থাপন করেন তিনি।
জাস্টিন ট্রুডো মেলোনিকে বলেন, এলজিবিটি অধিকার নিয়ে ইতালির গৃহীত কিছু পদক্ষেপের ব্যাপারে কানাডা উদ্বিগ্ন।
সমলিঙ্গের বাবা-মা রয়েছে এমন পরিবারগুলোর মধ্যে প্যারেন্টাল অধিকার সীমিত করার ব্যাপারে মেলোনির কট্টরপন্থী নেতৃত্বাধীন সরকারের উদ্যোগের সমালোচনা গে অধিকারকর্মীরা। গত মার্চে উদ্যোগটি নেয় মেলোনির সরকার।
এর আগে জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদার সঙ্গে বৈঠক করেন ট্রুডো। বৈঠকে আরও শান্তি ও সমৃদ্ধির জন্য জি৭ দেশগুলোর মধ্যে সহযোগিতা বৃদ্ধি নিয়ে আলোচনা করেন তারা। শুক্র থেকে রোববার জি৭ সম্মেলন অনুষ্ঠিত হয়। চীন ও রাশিয়ার কাছ থেকে আসা ভূ-রাজনৈতিক ও অর্থনৈতিক হুমকি নিয়ে বেশি মনোযোগ ছিল সম্মেলনের।