
দলের জাতীয় সম্মেলনে আস্থা ভোটে শনিবার ৯৭ দশমিক ২৫ শতাংশ ভোট পেয়েছেন ব্লক কুইবেকোয়িসের নেতা ইভস-ফ্রাসোয়াঁ ব্লাশেঁ। ২০১৯ সালে দলীয় নেতা নির্বাচিত হওয়ার পর এটাই ছিল তার জণ্য বড় ধরনের পরীক্ষা।
ব্লাশেঁর নেতৃত্বে ২০১৯ ও ২০২১ সালের ফেডারেল নির্বাচনে দলটি ২৩টি করে আসনে জয়লাভ করে।
দিনের শুরুর দিকে এক বক্তৃতায় ব্লাশেঁ বিভিন্ন দলের সব সভরেনিস্টকে এক জায়গায় জড়ো করার কথা বলেন। তিনি বলেন, তার দল হচ্ছে সব সভরেনিস্টের জন্য ওয়ান-স্টপ শপ। তবে কুইবেকে দলের প্রধান ইঞ্জিন হচ্ছে পার্টি কুইবেকোয়িস।
ব্লকের কাজ হচ্ছে সব বিচ্ছিন্নতাবাদীকে এক ছাদের নিচে আনা এবং পিকের সঙ্গে এর ঐতিহাসিক সংযোগকে স্বীকৃতি দেওয়া। এ সংক্রান্ত প্রস্তাবটি গ্রহণ করেছেন সদস্যরা।
সম্মেলনে ১০০ এর প্রস্তাব আলোচনার জন্য উত্থাপন করা হয়। মন্ট্রিয়ল থেকে প্রায় ১০০ কিলোমিটার দূরে কুইবেকের ড্রামন্ডভিলে রোববার সম্মেলন শেষ হয়।