
সাফ চ্যাম্পিয়ন ফুটবলারদের একে একে চলে যাওয়া নিয়ে দেশের ফুটবল অঙ্গনে তোলপাড় চলছে। সিরাত জাহান স্বপ্নার অকালে অবসর ঘোষণার দুই দিন পর জাতীয় ফুটবল দলের ক্যাম্প ছেড়ে চলে গেছেন আঁখি খাতুন। কারণ হিসেবে তিনি বাফুফেকে বলেছেন, তার মা অসুস্থ। মা সুস্থ হলে আবার ফিরে আসবেন।
তবে আঁখির ক্যাম্প ছাড়া নিয়ে আছে নানা গুঞ্জন।
এর আগেও মায়ের অসুস্থতার কারণে অনির্দিষ্টকালের জন্য ক্যাম্প ছেড়েছিলেন আঁখি। পরে বাফুফে তাকে অনুরোধ করে ফিরিয়ে আনে। এবার বাফুফের একটি সূত্রের বরাত দিয়ে বিভিন্ন গণমাধ্যম দাবি করেছে, আঁখি চীনের একজন কোচকে বিয়ে করতে যাচ্ছেন।
তিনি চীনেই স্থায়ী হবেন। এ কারণেই তিনি জাতীয় দলের ক্যাম্প ছেড়েছেন। কারণ যেটাই হোক না কেন, বাংলাদেশ হারাচ্ছে আঁখিকে।
এই খবর ছড়িয়ে পড়ার পর গণমাধ্যমের কাছে বক্তব্য দিয়েছেন আঁখি খাতুন।