-0.7 C
Toronto
বুধবার, মার্চ ২৬, ২০২৫

অনেক রাত আমি না ঘুমিয়ে কেঁদে পার করেছি: কিম কার্দাশিয়ান

অনেক রাত আমি না ঘুমিয়ে কেঁদে পার করেছি: কিম কার্দাশিয়ান - the Bengali Times
কিম কার্দাশিয়ান

এমন অনেক রাত গেছে, আমি না ঘুমিয়ে কেঁদে পার করেছি। আপনি কখনই সম্পূর্ণরূপে প্রস্তুত হয়ে উঠবেন না, তবে এক সময় নিজেই বুঝতে পারবেন বিষয়টি। প্রতিটি দিন পার করার জন্য আপনি এক সময় গর্বিত বোধ করবেন। কেননা এর চেয়ে চ্যালেঞ্জিং ও তৃপ্তিমূলক কাজ আর হতে পারে না।

চার সন্তানের মা হিসেবে নিজের অভিজ্ঞতা নিয়ে খোলামেলা কথা বলেছেন হলিউড মডেল-অভিনেত্রী কিম কার্দাশিয়ান। কিম ২০১৪ সালে ঘর বেঁধেছিলেন র্যাপ তারকা কানিয়ে ওয়েস্টের সঙ্গে। গত বছর তাদের বিচ্ছেদ হয়ে যায়। তাদের নর্থ, সেন্ট, শিকাগো ও সাম নামের চার সন্তান মায়ের সঙ্গেই রয়েছে।

- Advertisement -

সম্প্রতি ‘অন পারপাস উইথ জে শেঠি’ নামের এক পডকাস্টে প্যারেন্টিং চ্যালেঞ্জ নিয়ে কার্দাশিয়ান সন্তানদের লালন-পালনের বিষয়ে নিজের মতামত জানান বলে সিএনএন জানিয়েছে।

৪২ বছর বয়সি এই তারকা বিশ্বাস করেন, সন্তানদের ঠিকভাবে বড় করে তোলা পৃথিবীর সবচেয়ে ‘চ্যালেঞ্জিং ও কঠিনতম’ কাজ। এর মতো জটিল বিষয় আর হয় না।

অভিনেত্রী কিম বলেন, এই ঝঞ্ঝাটের মধ্যেও মাতৃত্ব থেকে অনেক কিছু শেখা যায়। মা হওয়ার পর নিজেকে প্রত্যাশার চেয়ে বেশি চেনা যায়।

- Advertisement -

Related Articles

Latest Articles