5.8 C
Toronto
শুক্রবার, মার্চ ২১, ২০২৫

বিয়ে করতে মুসলিম হন দীপিকা, এবার অভিনয়ও ছাড়লেন

বিয়ে করতে মুসলিম হন দীপিকা, এবার অভিনয়ও ছাড়লেন - the Bengali Times
দীপিকা কক্কর

অভিনয় থেকে বিদায় নেওয়ার কথা জানালেন ভারতীয় দর্শকপ্রিয় সিরিয়াল ‘শশুরাল সিমর কা’ এর অভিনেত্রী দীপিকা কক্কর। সম্প্রতি এক সাক্ষাৎকারে দীপিকা স্পষ্টই জানিয়েছেন, তিনি আর অভিনয় করবেন না। মন দিয়ে সংসার করবেন।

দীপিকা কক্কর এর আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে মা হওয়ার খবর শেয়ার করেছেন। স্বামী অভিনেতা সোহেব ইব্রাহিমের সঙ্গে ইনস্টাগ্রামে ছবি দিয়ে সংসারের নতুন

- Advertisement -

সদস্য আসার খবর শেয়ার করেন তিনি। সেই পোস্টে দীপিকা স্পষ্টই লেখেন, মা হওয়ার মুহূর্তটা পুরোদমে উপভোগ করতে চান দীপিকা।

২০১৮ সালে শোয়েব ইব্রাহিমের সঙ্গে দ্বিতীয় বিয়ে করেন অভিনেত্রী দীপিকা কক্কর। বিয়ের পর দীপিকা ইসলাম ধর্মও গ্রহণ করেন। নাম হয় ফায়জা।

- Advertisement -

Related Articles

Latest Articles