12.8 C
Toronto
বুধবার, মার্চ ১৯, ২০২৫

‘মদ্যপ’ অবস্থায় নাচ, তীব্র সমালোচনার কবলে তানজিন তিশা

‘মদ্যপ’ অবস্থায় নাচ, তীব্র সমালোচনার কবলে তানজিন তিশা - the Bengali Times
সমালোচনার কবলে তানজিন তিশা

বর্তমান সময়ের জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা। নিয়মিত কাজ করছেন ওটিটি প্ল্যাটফর্ম, টিভি নাটক, বিজ্ঞাপনচিত্র ও মিউজিক ভিডিওতে। চলচ্চিত্রেও কাজ করার কথা চলছে তার।

সোমবার দিবাগত রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখা যায় অভিনেত্রী সুনেরাহ বিনতে কামাল, তানজিন তিশা ও নাজিফা তুষির আপত্তিকর অবস্থার ছবি ও ভিডিও ক্লিপ।

- Advertisement -

সেই ভিডিও ও ছবিতে দেখা যায় তানজিন তিশা আছেন কোনো এক লিফটের মধ্যে। নেটিজেনরা বলছেন, সেখানে তিনি মদ্যপ অবস্থায় ছিলেন। এমনটা ভিডিও দেখেই বোঝা যাচ্ছে।

ওই ভিডিওতে আরো দেখা যায়, তানজিন তিশা অশ্লীল ভাষায় কথা বলছেন আবার গানের তালে তালে নাচছেন।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়া তানজিন তিশার ‘মদ্যপ নাচ’-এর এই ভিডিও নিয়ে ব্যাপক সমালোচনার কবলে পড়েছেন অভিনেত্রী। সোশ্যাল সাইটগুলোতে সমালোচনার বন্যা বয়ে যাচ্ছে।

এদিকে নাম প্রকাশ না করার শর্তে কালের কণ্ঠ’র কাছে একাধিক শোবিজ তারকা শিল্পী সংঘের দৃষ্টি আকর্ষণ করে তার ওপর নিষেধাজ্ঞা আরোপের দাবিও জানিয়েছেন। এমন শিল্পীদের কারণেই অন্য শিল্পীদের ইমেজ ক্ষুণ্ন হয় বলে মনে করছেন তারা।

যদিও ভাইরাল এ বিষয়টি নিয়ে এখনো কোনো মন্তব্য করেননি তিশা। কিন্তু বিষয়টি নিয়ে ঝড় উঠেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।

এ ছাড়া অভিনেত্রী সুনেরাহ বিনতে কামাল সামাজিক যোগাযোগ মাধ্যমে দীর্ঘ এক পোস্ট দিয়ে বলেন, ‘দয়া করে এটা নিয়ে বাড়াবাড়ি করবেন না। কারণ আমি নিশ্চিত, ওর (রা‌জের) আইডি হ্যাকড হয়েছে। আর কে হ্যাক করেছে, সেটা আমরা সবাই জানি, প্রকাশ্যে হৈচৈ করতে যার কোনো কারণ লাগে না (সে-ই করেছে)।
এ ভিডিওগুলো যারা ছড়াবে তাদের প্রত্যেকের বিরুদ্ধে আমি আইনগত ব্যবস্থা নেব।’

- Advertisement -

Related Articles

Latest Articles