7.6 C
Toronto
সোমবার, এপ্রিল ২১, ২০২৫

খাওয়ার সময়ও কেন হিজাবে মুখ ঢাকেন ‘দঙ্গল’ কন্যা?

খাওয়ার সময়ও কেন হিজাবে মুখ ঢাকেন ‘দঙ্গল’ কন্যা? - the Bengali Times
ছবি সংগৃহীত

ধর্মের টানে আগেই বলিউডকে বিদায় জানিয়েছিলেন ‘দঙ্গল’ খ্যাত অভিনেত্রী জায়রা ওয়াসিম। সেই ঘটনার পর প্রায় চার বছর কেটে গিয়েছে। প্রায় গা-ঢাকা দিয়েই রয়েছেন অভিনেত্রী। নিজের মুখ প্রকাশ্যে দেখান না। কোনও সামাজিক যোগাযোগ মাধ্যমেও তার বর্তমান চেহারার ছবি নেই। এর মাঝেই হঠাৎ একটি টুইট জায়রার টুইটার অ্যাকাউন্ট থেকে। সেখানে হিজাবের সমর্থনে মুখ খুলেছেন অভিনেত্রী।

টুইটারে ছবির পোস্টে দেখা যাচ্ছে, বোরখায় মুখ ঢাকা অবস্থাতেই এক মহিলা খাবার খাচ্ছেন। ছবির ক্যাপশনে প্রশ্ন করা হয়েছিল, ‘এটা কি কেউ স্বেচ্ছায় করতে পারেন?’

- Advertisement -

তাতেই গর্জে ওঠেন জায়রা। তিনি লেখেন, ‘এই তো একটা বিয়েবাড়িতে গেলাম। এই ভাবেই খেয়ে এসেছি। এটা সম্পূর্ণ আমার সিদ্ধান্ত। যদিও আশেপাশের লোকজন হিজাব খোলার জন্য বার বার জোর করতে থাকেন। তবে আমি আমার হিজাব কখনোই খুলব না।’

অভিনেত্রীর এই মতামতের কেউ সমর্থন জানিয়েছেন আবার অনেকেই তার এই মানসিকতা নিয়ে ক্ষোভ এবং দুঃখ প্রকাশ করেছেন। তবে জায়রা সে সব নিয়ে যে ভাবিত নন, তা বেশ স্পষ্ট। গত বছর কর্ণাটকের স্কুলে যখন হিজাব নিষিদ্ধ করা হয়, তখন তীব্র প্রতিবাদ জানিয়েছিলেন অভিনেত্রী।

আমির খানের সঙ্গেই বড় পর্দায় অভিষেক ঘটে জায়রা ওয়াসিমের। এরপর ‘সিক্রেট সুপারস্টার’, ‘দ্য স্কাই ইজ পিংক’-এর মতো ছবিতে অভিনয় করেন। এরপরই বিদায় জানান রুপালি পর্দাকে।

- Advertisement -

Related Articles

Latest Articles