
বিউটি পার্লারে সাজতে গিয়েছিলেন তরুণী। সে দিনই ছিল তার বিয়ে। কিন্তু সেজেগুজে কনে আর বাড়ি ফিরলেন না। প্রেমিকের মোটরসাইকেলে উঠে পালিয়ে গেলেন বিয়ের আগেই। সম্প্রতি ভারতের রাজস্থানে এ ঘটনা ঘটে।
ভারতীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, এ ঘটনায় কনে এবং তার পরিবারের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছেন বর। তার দাবি, বরপক্ষ থেকে পাওয়া দামি উপহার নিয়ে পালিয়েছেন তরুণী। এসব উপহার তারা ফেরত চান।
পুলিশ জানায়, রাজস্থানের ঢোলপুরের এক তরুণীর সঙ্গে মোরেনা এলাকার যুবকের বিয়ে ঠিক হয়। বেশ কিছু দিন ধরেই চলছিল তাদের বিয়ের তোড়জোড়। বিয়ের দিন যথাসময়ে মণ্ডপে হাজির হন বর। তার সঙ্গে বরযাত্রীর দলও আসে। দীর্ঘক্ষণ তারা সেখানেই অপেক্ষা করেন। কিন্তু কনে আর অনুষ্ঠানস্থলে এসে পৌঁছাননি।
পরে কনের পরিবারের সঙ্গে কথা বলে বরযাত্রীরা। কনে কোথায় জানতে চাইলে তরুণীর পরিবার জানায়, তিনি পার্লারে সাজতে গেছেন। বরের ভাই এরপর পার্লারে খোঁজ নেন। তিনি জানতে পারেন, তরুণী এক যুবকের মোটরসাইকেলে উঠে চলে গেছেন। পুরো বিষয়টি পরিষ্কার হতে এরপর আর বেশি সময় লাগেনি। তরুণীর পরিবারের সঙ্গে ঝামেলায় জড়িয়ে পড়েন বরযাত্রীরা।