18.1 C
Toronto
শনিবার, এপ্রিল ১৯, ২০২৫

ভিডিও ফাঁস, পরীর বিরুদ্ধে ভয়ংকর অভিযোগ জয়ের

ভিডিও ফাঁস, পরীর বিরুদ্ধে ভয়ংকর অভিযোগ জয়ের - the Bengali Times
পরীমণি ও শাহরিয়ার নাজিম জয়

বাংলাদেশের অন্যতম জনপ্রিয় ব্যক্তিত্ব শাহরিয়ার নাজিম জয় এবার সোশ্যাল মিডিয়ায় পরীকে নিয়ে কথা বলেছেন। কোনো প্রমাণ ছাড়াই তিনি মনে করেন, রাজ ও তিন অভিনেত্রীর সেই অশ্লীল ভিডিও ফেসবুকে ফাঁস করেছেন পরীমণি।

শনিবার (৩ জুন) সোশ্যাল মিডিয়া ফেসবুকে জয় আলোচিত সেই রাজ ও তিন অভিনেত্রীর অশ্লীল ভিডিও ফাঁসের পেছনে পরীর হাত রয়েছে বলে অভিযোগ করেন। এ প্রসঙ্গে সব ঘটে যাওয়া ঘটনার জন্য পরীমণিকেই এককভাবে দায়ী করেন জয়। ৮ মিনিট ২১ সেকেন্ডের ভিডিওতে পরীমণি প্রসঙ্গে জয় বলেন, রুচির দুর্ভিক্ষের আরেক নাম পরীমণি।

- Advertisement -

এর কারণ হিসেবে জয় আরও বলেন, পরী একজন ভালো অভিনেত্রী হওয়ার পরও ব্যক্তিজীবনকে বিতর্কিত করছে, যা সমাজকে করছে কলুষিত। সোশ্যাল মিডিয়ায় এ ধরনের কাজ করা থেকে পরীকে বিরত থাকা উচিত। আর না করলে পরীকে বয়কটের কথাও জানান জয়।

পাশাপাশি অশ্লীল ভিডিও ফাঁসের পেছনে যদি পরীর কোনো হাত না থাকে তবে পরীর কাছে ক্ষমা চাওয়ার কথাও জানান এ অভিনেতা।

এদিকে জয়ের এমন বক্তব্যে অবাক হয়েছেন নেটিজেনরা। কারণ, অশ্লীল ভিডিও ফাঁস করায় পরীর ওপর চড়াও হলেও তারকাদের বেপরোয়া জীবনের ওইসব আচরণ থেকে বিরত থাকার কোনো প্রসঙ্গই টানেননি এ অভিনেতা।

- Advertisement -

Related Articles

Latest Articles