16.1 C
Toronto
শনিবার, এপ্রিল ১৯, ২০২৫

প্রতি গালির জন্য ১১ টাকা করে পাই: নুসরাত ফারিয়া

প্রতি গালির জন্য ১১ টাকা করে পাই: নুসরাত ফারিয়া - the Bengali Times
অভিনেত্রী নুসরাত ফারিয়া

‘যারা আমাকে ভালোবাসেন তাদের জন্য ভালোবাসা, আর যারা আমার হেটার্স, আমাকে গালি দেন তারা আমাকে গালি দিতে থাকুন। তাদের প্রতি গালির পেছনে আমি ১১ টাকা করে পাই।’ এমনটাই জানিয়েছেন দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ফারিয়া। গেলো শুক্রবার (২৯ অক্টোবর) রাতে বনানীতে বড় বোন মারিয়ার একটি ফ্যাশন হাউজ উদ্বোধনের সময় গণমাধ্যমকর্মীদের এ তথ্য জানান নায়িকা।

দুই বাংলায় অভিনয়ের পাশাপাশি গানেও বেশ পারদর্শী তিনি। এর আগে তার কণ্ঠে দুটি গান প্রকাশিত হয়েছে। দুটি গানই ব্যাপক আলোচিত হয়েছে। এবার নতুন গান নিয়ে হাজির হচ্ছেন এ নায়িকা। গানের নাম ‘হাবিবি’। এটি এরাবিক ফিউশনের গান উল্লেখ করে নুসরাত ফারিয়া বলেন, অনেকটা আইটেম ফিলের গান। মুম্বাইয়ে একটি রাজকীয় মহলে শুটিং হয়েছে।

- Advertisement -

নিজের সিনেমা, অভিনয় ও গানের খবর নিয়ে সোশ্যাল মিডিয়ায় ভক্ত-অনুরাগীদের নিয়মিত আপডেট দেন ফারিয়া। তার সেসব পোস্টে অনেক নেতিবাচক মন্তব্যও জমা পড়ে। এমনকি গালাগাল করতে দেখা যায় তার পোস্টে। মূলত ফারিয়ার গান গাওয়া অনেকে নেতিবাচকভাবে নেয়, অনেকে নেয় ইতিবাচকভাবে। তবে দুই ধরণের দর্শকই তার জন্য উপকারি বলে মনে করেন তিনি।

এদিকে বঙ্গবন্ধুর বায়োপিকে শেখ হাসিনার চরিত্রে অভিনয় করছেন নুসরাত ফারিয়া। নভেম্বরে সিনেমাটির বাকি অংশের কাজ শেষ হবে। পর্দায় শেখ হাসিনা হতে পারাটা ক্যারিয়ারের সেরা অর্জন বলে মনে করেন নুসরাত ফারিয়া।

তিনি বলেন, ‘এত বড় দায়িত্ব আমি পেয়েছি, নিজেকে সৌভাগ্যবান মনে করছি। শুটিং সেটে আমাকে সবাই হাসিনা বলে ডাকতেন। ঘুম থেকে উঠে ঘুমাতে যাওয়া পর্যন্ত সবাই আমাকে হাসিনা বলতেন। এজন্য মুম্বাই শুটিং চলাকালীন ফারিয়া নামটা ভুলেই গিয়েছিলাম।’

নুসরাত ফারিয়া কবে বিয়ে করছেন, এমন প্রশ্নে তার ভাষ্য- ‘বিয়ে নিয়ে কোনো পরিকল্পনা নেই। আপাতত বিয়ে করছি না। দ্যাটস ক্লিয়ার (এটা পরিস্কার)! বিয়ে করতে সবকিছু গুছিয়ে নিতে ৬-৭ মাস সময় লাগে। সেই সময়টা আমার কাছে নেই। প্যান্ডামিকের জন্য দুই বছরের মতো পিছিয়ে গিয়েছি। প্যান্ডামিক কাটিয়ে আবার সব কাজ শুরু হচ্ছে৷ তাই আপাতত বিয়ে করছি না।’

উল্লেখ্য, প্রায় সাত বছরের পরিচয়ের পর গেল বছর ১মার্চ বাগদান সেরেছিলেন নুসরাত ফারিয়া। হবু বরের নাম রনি রিয়াদ রশীদ। পারিবারিকভাবে তাদের বাগদান হয়েছে। ওই বছর ৮ জুন তিনি ব্যক্তিগত ফেসবুক আইডিতে বাগদানের খবর জানিয়েছিলেন।

- Advertisement -

Related Articles

Latest Articles