8.9 C
Toronto
রবিবার, এপ্রিল ২০, ২০২৫

এ কী স্বভাব ক্যাটরিনার, স্ত্রীর কাণ্ড ফাঁস করলেন ভিকি!

এ কী স্বভাব ক্যাটরিনার, স্ত্রীর কাণ্ড ফাঁস করলেন ভিকি! - the Bengali Times

বলিউডের জনপ্রিয় তারকা ক্যাটরিনা কাইফ ও ভিকি কৌশল

বলিউডের জনপ্রিয় তারকা ক্যাটরিনা কাইফ। ব্যক্তিগত জীবনে অনেকের সঙ্গে তার নাম জড়িয়েছে। সর্বশেষ অভিনেতা ভিকি কৌশলের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়ান। দীর্ঘদিন চুটিয়ে প্রেম করলেও তা স্বীকার করেননি এই যুগল।

ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার পত্রিকা থেকে জানা যায়, এবার ভিকি জানালেন, বাসার স্টাফদের সঙ্গে প্রতি সপ্তাহে মিটিং করেন ক্যাটরিনা। এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে ভিকি বলেন— ‘ক্যাটরিনা বাসার স্টাফদের নিয়ে প্রতি সপ্তাহে বৈঠক করে। কীভাবে অর্থ খরচ হচ্ছে এ বৈঠকে তা নিয়ে আলোচনা হয় এবং হিসাব নেয়। যখন এসব আলোচনা হয়, তখন আমি তা খুব উপভোগ করি। কারণ আমি দর্শক এবং পপকর্ন হাতে নিয়ে বসে পড়ি।’

- Advertisement -

ক্যাটরিনা-ভিকি পরস্পরের ব্যয় নিয়ন্ত্রণ করেন। তা জানিয়ে এই অভিনেতা বলেন, ‘এটা নির্ভর করে আমরা কি কিনছি এবং কার আগ্রহ বেশি তার ওপর। যদি আমরা এমন কিছু কিনি, যার প্রতি আমি বেশি আগ্রহী, তাহলে ক্যাটরিনা বলে, ‘আমাদের বাজেটের সঙ্গে সামঞ্জস্য থাকা উচিত।’ আর যদি কোনো কিছু কেনার ক্ষেত্রে ক্যাটরিনা বেশি আগ্রহী থাকে, তবে আমি বলি, এত কেন! আমার কথা শুনে ক্যাটরিনা বলে, ‘না না এটি আমার পছন্দ।’

উল্লেখ্য, সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে ২০২০ সালের ৯ ডিসেম্বর সাতপাকে বাঁধা পড়েন বলিউডের এই আলোচিত প্রেমিক জুটি। রাজস্থানের সাওয়াই মাধপুরে অবস্থিত সিক্স সেন্সেস ফোর্ট বারওয়ারা রিসোর্টে সম্পন্ন হয় তাদের বিয়ের আনুষ্ঠানিকতা। তারপর নতুন সংসার গোছানোর কাজে মন দেন ক্যাটরিনা-ভিকি।

- Advertisement -

Related Articles

Latest Articles