8.1 C
Toronto
রবিবার, মার্চ ১৬, ২০২৫

কানাডিয়ানদের ভোক্তা ঋণ ২.৩২ ট্রিলিয়ন ডলার

কানাডিয়ানদের ভোক্তা ঋণ ২.৩২ ট্রিলিয়ন ডলার
বাজারে ব্যাপক প্রতিযোগিতার মধ্যে ক্রেডিট কার্ডের সংখ্যা বেড়েছে ২০ শতাংশ মাসিক গড় লাইন অব ক্রেডিট ৪৩ শতাংশ বেড়ে ৪৩৬ ডলারে পৌঁছেছে

কানাডিয়ানদের অনদায়ী ভোক্তা ঋণ ২০২৩ সালের প্রথম প্রান্তিকে রেকর্ড ২ দশমিক ৩২ ট্রিলিয়ন ডলারে পৌঁছেছে। ট্রান্সইউনিয়ন বুধবার এই তথ্য জানিয়েছে।

সাম্প্রতিক এক প্রতিবেদনে ক্রেডিট রেটিং সংস্থাটি বলেছে, উচ্চ মূল্যস্ফীতি ও সুদের হার বৃদ্ধির কারণে জীবনযাত্রার ব্যয় বেড়ে যাওয়ায় বহু কানাডিয়ান আর্থিক চাপ কমাতে ঋণের আশ্রয় নিয়েছেন। কানাডিয়ানদের মধ্যে ঋণগ্রহীতার সংখ্যা এক বছর আগের তুলনায় ২ দশমিক ৯ শতাংশ বৃদ্ধি পেয়েছে। তবে সাবপ্রাইম কনজিউমার বেড়েছে ৮ দশমিক ৩ শতাংশ।

- Advertisement -

বাজারে ব্যাপক প্রতিযোগিতার মধ্যে ক্রেডিট কার্ডের সংখ্যা বেড়েছে ২০ শতাংশ। মাসিক গড় লাইন অব ক্রেডিট ৪৩ শতাংশ বেড়ে ৪৩৬ ডলারে পৌঁছেছে। উচ্চ সুদের হার নতুন মর্টগেজের চাহিদা কমিয়ে দেওয়ায় মর্টগেজ গ্রহীতার সংখ্যা ৩২ সংখ্যা হ্রাস পেয়েছে। বিশেষ করে আর্থিক বাজারে এমনটা দেখা গেছে। একই সঙ্গে ঝুঁকিপূর্ণ মর্টগেজ বেড়েছে। যদিও তা মহামারি পূর্ববর্তী সময়ের চেয়ে কম আছে।

বিশেষজ্ঞরা বলছেন, উচ্চ মূল্যস্ফীতি ও সুদের হার অব্যাহত থাকলে ঝুঁকিপূর্ণ ভোক্তার সংখ্যা আরও বেশি চাপে পড়বেন বলেই মনে হয়। ডিসপোজেবল আয় কমতে থাকায় এক শ্রেণির ভোক্তা ঋণ পরিশোধে ব্যর্থ হবেন এবং এর ফলে ঝুঁকিপূর্ণ ঋণ বেড়ে যেতে পারে।

অধিকাংশ ঋণের ক্ষেত্রে গড় কনজিউমার ব্যালান্স বৃদ্ধি পেয়েছে। ক্রেডিট কার্ড ব্যালান্স গড়ে ১১ দশমিক ৪ শতাংশ বেড়ে ৩ হাজার ৯০৯ ডলারে উন্নীত হয়েছে। এ ছাড়া মর্টগেজ ব্যালান্স গড়ে ৭ দশমিক ১ শতাংশ বেড়ে ৩ লাখ ৪৯ হাজার ১৭৮ ডলারে পৌঁছেছে।

উচ্চ মূল্যস্ফীতি ও সুদের হারের প্রভাবের কমবেশির কারণে ২০২৩ সালে ঋণের গতিবিধ মিশ্র হবে বলে মনে করছে ট্রান্সইউনিয়ন।

- Advertisement -

Related Articles

Latest Articles