
ভারতে অরবিন্দ নামে এক ব্যক্তির বিরুদ্ধে তার প্রেমিকাকে হত্যার পর মরদেহ নির্মাণাধীন বাড়ির ট্যাঙ্কে লুকিয়ে রাখার অভিযোগ উঠেছে। মৃত নারীর নাম রাজ কেসার (৩৫)।
এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, শুক্রবার (০৯ জুন) যমুনাপার করছনা থানার অধীন মহেওয়া এলাকায় অরবিন্দের বাড়ি থেকে কেসারের মরদেহ উদ্ধার করা হয়।
স্টেশন হাউস অফিসার (এসএইচও) বিশ্বজিৎ সিং জানান, অরবিন্দ প্রায় ১৫ দিন আগে কেসারকে হত্যা করেন। পরে মরদেহ তার বাড়ির একটি ট্যাঙ্কে লুকিয়ে রাখেন।
গত ৩০ মে কেসারের পরিবার তিনি নিখোঁজ বলে জানায়। কেসারের ফোন কলের বিবরণের ভিত্তিতে, অরবিন্দকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। তার সূত্র ধরেই লাশ উদ্ধার করা হয়েছে বলে জানান এসএইচও। লাশটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।