2.9 C
Toronto
রবিবার, এপ্রিল ২০, ২০২৫

‘আর একটা বোতাম খুলে দিলে কি হত’, শ্রাবন্তীকে কটাক্ষ

‘আর একটা বোতাম খুলে দিলে কি হত’, শ্রাবন্তীকে কটাক্ষ - the Bengali Times
ছবি সংগৃহীত

শার্টের ওপরের বোতামগুলো খোলা। একটা দিল কাঁধ থেকে হাত বেয়ে নেমে গিয়েছে। উন্মুক্ত হয়েছে বক্ষবিভাজিকা। সপ্তাহান্তে এমনই ছবি পোস্ট করেছেন শ্রাবন্তী চট্টোপাধ্যায়। আর তাতেই বলিউডের বোম্বশেল সানি লিওনের সঙ্গে তুলনা করা হয় অভিনেত্রীকে।

‘এক সময় আমি স্নো হোয়াইট ছিলাম, কিন্তু এখন আমি পালটে গিয়েছি’ ক্যাপশনে এমন কথা লিখে ছবিটি পোস্ট করেন শ্রাবন্তী। তাতে আবার আগুনের ইমোজি দিয়েছেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়। তবে নেটিজেনদের একাংশ অভিনেত্রীকে কটাক্ষ করতে ছাড়েননি। ‘সানি লিওন পার্ট ২’, এমনটাই লেখা হয়েছে শ্রাবন্তীর পোস্টের কমেন্টবক্সে।

- Advertisement -

মন্তব্যের ঘরে রয়েছে ‘আর একটা বোতাম খুলে দিলে কি হতো’, ‘এই ছবি দেখলে আমার বিনোদ রাঠোরের একটি গানের কথা মনে পড়ে: ছুপানা ভি নেহি আতা দিখানা ভি নেহি আতা’, এমন মন্তব্যও।

শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের ব্যক্তিগত জীবন নিয়ে চর্চার শেষ নেই। তৃতীয় স্বামী রোশান সিংয়ের সঙ্গে মনোমালিন্যের পর থেকে অভিনেত্রীর সঙ্গে সঙ্গে অভিরূপের প্রেমের গুঞ্জনও শোনা যাচ্ছে। দু’জন একই আবাসনের বাসিন্দা।

- Advertisement -

Related Articles

Latest Articles