
প্রতিমাসের ১০ তারিখেই ছেলের মাস পূর্ণ হওয়া উদযাপন করেন পরী। এ দিনটি একমাত্র ছেলে রাজ্যর জীবনে স্পেশাল। আর তাই সব ভুলে রাজ-পরী এ দিনটি ছেলের জন্য একসঙ্গে ছিলেন। তার মানে এ নয় যে, এক হয়ে গেছেন এ তারকা দম্পতি।
আজ (সোমবার, ১২ জুন) ভোর ৫টা ৪০ নাগাদ একটি ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে এমন মন্তব্য করেন ঢালিউডের জনপ্রিয় এ নায়িকা।
ছেলের ১০ মাস পূর্ণ হওয়া অনুষ্ঠান উদযাপনকে কেন্দ্র করে দেশের ও ভারতের কিছু সংবাদমাধ্যম খবরের শিরোনাম করেন: ‘সব ভুলে এক হলেন রাজ-পরী’। এমন খবরের শিরোনাম দেখে খুশি হলেও দীর্ঘনিঃশ্বাস ছাড়া কিছুই নেই পরীর। কারণ শুধু সেই দিনটি ছেলের জন্যই একসঙ্গে কিছু সময় ছিলেন রাজ ও পরী। অনুষ্ঠান শেষে রাজ ঠিকই চলে যান সেখান থেকে।
সময় সংবাদের পাঠকদের জন্য পরীমণির সে ফেসবুক স্ট্যাটাস তুলে ধরা হলো:
‘আপনাদের মধ্যে অনেকের মতো আমিও খুশি হয়ে যাই খবরের এসব শিরোনাম দেখে! সব ভুলে আবার এক হলেন……কিন্তু সব কি আর সবসময় এক হয়?
আমরা দশ তারিখটা (যেটি আমাদের জীবনের অনেক স্পেশাল দিন। আমাদের বাচ্চার পৃথিবীতে আসার দিন এটি) সেলিব্রেট করেছি মাত্র। আগামী দিনেও করবো। যেখানে আমরা জীবনের অন্য কোন ইস্যু টানবো না।
নয় তারিখ রাতে নানাভাই ঢাকায় আসেন। তারপর এই আয়োজন, সবাই মিলে। শুধু নানাভাই রয়ে গেলেন আমার কাছে। আর রাজ চলে গেল রাজের মতো……
আশা করি, এটা এখানেই শেষ হবে।🙏