9.5 C
Toronto
রবিবার, এপ্রিল ২০, ২০২৫

মধ্যরাতে হঠাৎ অসুস্থ খালেদা জিয়া, নেওয়া হচ্ছে হাসপাতালে

মধ্যরাতে হঠাৎ অসুস্থ খালেদা জিয়া, নেওয়া হচ্ছে হাসপাতালে - the Bengali Times
ফাইল ছবি

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেওয়া হচ্ছে। হঠাৎ করে শারীরিকভাবে অসুস্থ হওয়ায় সাবেক এই প্রধানমন্ত্রীকে তার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ড হাসপাতালে নেওয়ার সিদ্ধান্ত দেন।

এ বিষয়ে সোমবার রাত পৌণে ১ টার দিকে জানতে চাইলে বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম আমাদের সময়কে বলেন, ‘ম্যাডাম শারীরিকভাবে অসুস্থ বোধ করায় তাকে হাসপাতালে নেওয়া হচ্ছে।’

- Advertisement -

এর আগে গত ২৯ এপ্রিল খালেদা জিয়াকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। ওই দিন নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য তিনি সেখানে গেলে চিকিৎসকদের পরামর্শে রাতে তাকে ভর্তি করা হয়।

তখন খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন। তিনি বলেন, ‘উনি (খালেদা জিয়া) দীর্ঘ সময় যাবৎ বিভিন্ন অসুস্থতা, বিশেষ করে ২০২১ সালের মার্চ মাস থেকে আজ অবধি সপ্তমবারের মতো এই হাসপাতালে আবার এসেছেন। আজ মেডিকেল বোর্ডের পরামর্শক্রমে কিছু পরীক্ষা করা হয়েছে। পরীক্ষার পর মেডিকেল বোর্ডের সিদ্ধান্তক্রমে উনাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।’

৭৮ বছর বয়সী খালেদা জিয়া দীর্ঘদিন ধরে আর্থাইটিস, ডায়াবেটিস, কিডনি, লিভারসহ নানা রোগে ভুগছেন।

সূত্র : আমাদের সময়

- Advertisement -

Related Articles

Latest Articles