
মাকে হত্যা করেছেন, এরপর মায়ের লাশ স্যুটকেসে ভরে থানায় হাজির হয়েছেন এক নারী। ভারতের বেঙ্গালুরুতে গতকাল সোমবার ঘটেছে এ ঘটনা। খবর এনডিটিভির।
প্রতিবেদনে বলা হয়েছে, গতকাল সোমবার ওই নারী তার মায়ের লাশ স্যুটকেসে ভরে থানায় হাজির হন। দেশটির পুলিশ জানিয়েছে, অভিযুক্ত ওই নারী পশ্চিমবঙ্গের। পেশায় একজন ফিজিওথেরাপিস্ট। তিনি গতকাল স্থানীয় সময় দুপুর ১ টায় হেঁটে থানায় হাজির হন এবং তার মাকে হত্যার কথা স্বীকার করেছেন।
নিহত নারীর স্বামীর একটি ফ্রেমবন্দি ছবি লাশের সাথে স্যুটকেসের ভেতরে পাওয়া গেছে। প্রতিবেদনে বলা হয়েছে, মিকো লেআউট পুলিশ স্টেশনে ওই নারী হাজির হন। অভিযুক্ত ওই নারীর বয়স ৩০ এর কোঠায়।
এনডিটিভি জানিয়েছে, হত্যাকাণ্ড স্বীকারের পর তাকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযুক্ত নারী তার স্বামীর সঙ্গে বসবাস করতেন এবং দাবি করেছেন তার মাকে তিনি ঘুমের ওষুধ খাওয়ানোর পর হত্যা করেছেন।
এ ঘটনায় তদন্ত চলছে বলে পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে।