0.2 C
Toronto
শুক্রবার, মার্চ ১৪, ২০২৫

ঘনিষ্ঠ ভিডিও ফাঁস থেকে সম্পর্ক, সব গোপন প্রকাশ করলেন তামান্না

ঘনিষ্ঠ ভিডিও ফাঁস থেকে সম্পর্ক, সব গোপন প্রকাশ করলেন তামান্না
তামান্না ও বিজয়

ঘনিষ্ঠ ভিডিও ফাঁস থেকে শুরু করে নাইটপার্টিতে হাত ধরাধরি… যদিও সম্পর্কের কথা কিছুতেই স্বীকার করছিলেন না বিজয় বর্মা ও তামান্না ভাটিয়া। তবে না, আর লুকোছাপা নয়। প্রেম করছেন, সম্পর্কে আছেন, এ কথা স্বীকার করেই নিলেন তামান্না।

ওয়েব সিরিজ ‘লাস্ট স্টোরিজ ২’-এ অভিনয় করতে গিয়েই আলাপ হয়েছি; দু’জনের।
সহঅভিনেতাই এখন প্রেমিক। তবে তামান্নার মতে বিজয় তাঁর সহ অভিনেতা ছিলেন বলেই যে প্রেম হয়েছে, এরকমটা কিন্তু নয়।

- Advertisement -

বললেন, এর আগেও আমার অনেক সহ অভিনেতা ছিল। আমার মতে কারও জন্য সত্যি ভালোবাসা তৈরি হয় তবে সহ অভিনেতা ছাড়াও আরও বেশ কিছু বৈশিষ্ট্যের অধিকারী হতে হয়।
ও এমনই একজন মানুষ যার সঙ্গে আমার বন্ধন গভীর। আমাদের মতো যে সব নারী উচ্চাকাঙ্ক্ষী তাঁদের একটা সমস্যা রয়েছে, আমরা মনে করে থাকি, প্রতিটি জিনিস পাওয়ার জন্যই বুঝি প্রচুর পরিশ্রম করতে হয়।

তামান্না বলেন, এই দেশে আমাদের এটাও মনে হয়, একজন নারীকে কারও জন্য তাঁর গোটা জীবন পরিবর্তন করতে হয়। তবে ওর ক্ষেত্রে তা হয়নি।
যখন কিছু জিনিস খুবই সাধারণ, তবে তাকে খামোখা জটিল করা কেন? ও এমনই একজন মানুষ যার খেয়াল আমি রাখি, ও আমার সুখী থাকার অবলম্বন।

তামান্না ও বিজয়ের সম্পর্কের কথা প্রকাশ হতেই এর আগে ট্রল কিন্তু কম হয়নি। তাঁদের চুম্বনের ভিডিও ফাঁস হয়। বিজয়কে পড়তে হয়েছে চরম কটাক্ষের মুখে। তাঁর চেহারা নিয়ে চলেছে বিস্তর কাটাছেঁড়া।

- Advertisement -

Related Articles

Latest Articles