6 C
Toronto
রবিবার, এপ্রিল ২০, ২০২৫

বান্ধবীকে নিয়ে ককপিটে প্রবেশের দায়ে ফের ২ পাইলটকে অব্যাহতি

বান্ধবীকে নিয়ে ককপিটে প্রবেশের দায়ে ফের ২ পাইলটকে অব্যাহতি - the Bengali Times
প্রতীকী ছবি

এয়ার ইন্ডিয়ার বিমানের ককপিটে আবারও বান্ধবীকে প্রবেশ করানোর অভিযোগ উঠল পাইলটের বিরুদ্ধে। ককপিটে বান্ধবীকে নিয়ে প্রবেশের অভিযোগে দুই পাইলটকে সাময়িক অব্যাহতি দিয়েছে এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষ। মঙ্গলবার এ ঘটনার কথা প্রকাশ্যে এসেছে। এ নিয়ে ছয় মাসের মধ্যে দ্বিতীয়বার এমন অভিযোগ উঠল।

গত সপ্তাহে দিল্লি থেকে লেহগামী বিমানের ঘটনা এটি। অভিযোগ, এআই-৪৪৫ বিমানের ককপিটে এক নারী যাত্রীকে নিয়ে যাওয়া হয়েছিল। দুই পাইলটের বিরুদ্ধে এমন অভিযোগ করেছেন বিমানের কেবিন ক্রু।

- Advertisement -

এই অভিযোগ প্রসঙ্গে সংবাদ সংস্থা এএনআইকে এয়ার ইন্ডিয়ার এক কর্মকর্তা বলেছেন, ‘বিমানের এক পাইলটের বান্ধবী ককপিটে গিয়েছিলেন।

দুই পাইলটকেই আপাতত অব্যাহতি দেওয়া হয়েছে।’

এ ধরনের অভিযোগ আগেও প্রকাশ্যে এসেছিল। গত ২৭ ফেব্রুয়ারি দিল্লি থেকে দুবাইগামী বিমানের ককপিটে বান্ধবীকে নিয়ে গিয়েছিলেন একই বিমান সংস্থার পাইলট। ওই ঘটনায় গত মে মাসে অভিযুক্ত পাইলটের লাইসেন্স বাতিল করে দেশটির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ।

- Advertisement -

Related Articles

Latest Articles