সালমান মুক্তাদির ও দিশা ইসলাম বিয়ে করেছেন কিছুদিন আগেই। এ ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে রিয়েল লাইফেও কম আলোচিত ছিল না। কেননা সালমান বিয়ে করেছেন যে দিশাকে, তার পূর্বের ঘরে দুই সন্তান রয়েছে।
নেটিজেনদের চর্চার বিষয় ছিল এটি।
যদিও সালমান ও দিশা বরাবরই বলেছেন, বিয়ের মতো সিদ্ধান্তে পৌঁছতে মানসিকভাবে খুবই কঠিন সময়ের মধ্য দিয়ে গেছেন তারা। তবে বিয়ের পর দুজন আনন্দময় সময় পার করছেন। সেসব সোশ্যাল হ্যান্ডেলে নজর রাখলেই বোঝা যায়।
এই যেমন বিয়ের পর আজ মঙ্গলবার বিকেলে দ্বিতীয় পোস্ট করেছেন দিশা ইসলাম।
একটি ভিডিও পোস্ট করেছেন। সেখানে দেখা গেল সালমানকে জড়িয়ে ধরে চুমু খাচ্ছেন। সালমানও প্রত্যুত্তর দিচ্ছেন। এর আগে দিশা নিজের দুই সন্তানের সঙ্গে সালমানের খুনসুটির পোস্ট শেয়ার করেছিলেন।
বিয়ের পূর্বে কী ধরনের যুদ্ধ, কী ধরনের প্রতিবন্ধকতার মুখোমুখি হয়েছিলেন সালমান―বিষয়টি কালের কণ্ঠকে জানিয়েছিলেন আলোচিত এই অভিনেতা। বলেছিলেন, ‘আসলে আমাকে যে যুদ্ধ করতে হয়েছে বিষয়টা তেমন না, ওকেই (দিশা) বেশি যুদ্ধ করতে হয়েছে। পূর্বে আমার সঙ্গে যোগাযোগ বন্ধ হয়ে গিয়েছিল। কোনোভাবেই যোগাযোগ করতে পারত না। আমিও কনফিউশনে ছিলাম।