6 C
Toronto
রবিবার, এপ্রিল ২০, ২০২৫

মৃতদেহের অঙ্গপ্রত্যঙ্গ বিক্রি করায় মর্গের ম্যানেজার গ্রেপ্তার

মৃতদেহের অঙ্গপ্রত্যঙ্গ বিক্রি করায় মর্গের ম্যানেজার গ্রেপ্তার - the Bengali Times

আমেরিকার হার্ভার্ড মেডিকেল স্কুলের মর্গের ম্যানেজারকে অনুমতি ছাড়াই তার কর্মস্থল থেকে মৃতদেহের অঙ্গ-প্রত্যঙ্গ নিয়ে বিক্রি করার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে।

- Advertisement -

এনডিটিভি জানায়, ৫৫ বছর বয়সী সেড্রিক লজকে মানব দেহাবশেষ চুরি করে পাচার করার অভিযোগে অভিযুক্ত করা হয়েছে বলে জানিয়েছে পেনসিলভানিয়ার মিডল ডিস্ট্রিক্টের অ্যাটর্নি জেরার্ড কারাম। তিনি বলেন, এখানকার অনেক ভুক্তভোগী তাদের দেহাবশেষকে চিকিৎসা ও বিজ্ঞান এবং নিরাময়ের স্বার্থে বিলিয়ে দিয়েছিলেন।

লজ ছাড়াও তার স্ত্রী ডেনিস লজসহ আরও পাঁচজনের বিরুদ্ধে মানুষের দেহাবশেষ বিক্রির সাথে জড়িত থাকার অভিযোগ আনা হয়েছে।

প্রসিকিউটররা বলেছেন, ২০১৮ সাল থেকে ২০২২ পর্যন্ত সেড্রিক লজ মৃতদেহের দাফনের আগে চিকিৎসা গবেষণা এবং শিক্ষার জন্য দান করা অঙ্গ এবং অন্যান্য অংশ চুরি করে বিক্রি করেছেন।

তার বিরুদ্ধে বোস্টনের হার্ভার্ড সাইট থেকে দেহাবশেষ নিউ হ্যাম্পশায়ারের গফস্টটাউনে তার বাড়িতে নিয়ে যাওয়ার অভিযোগ রয়েছে। যেখানে তিনি এবং তার স্ত্রী দেহাবশেষ বিক্রি করতেন৷

এই ঘটনায় স্কুল কর্তৃপক্ষ লজকে গত ৬ মে তাকে তার পদ থেকে বরখাস্ত করে। কর্তৃপক্ষ জানায়, আমাদের ক্যাম্পাসে এত বিরক্তিকর কিছু ঘটতে পারে জেনে আমরা আতঙ্কিত ।

- Advertisement -

Related Articles

Latest Articles