-1.5 C
Toronto
সোমবার, মার্চ ১৭, ২০২৫

সিএন টাওয়ারে হেঁটে রেকর্ড গড়লেন ৯৮ বছর বয়সী নারী

সিএন টাওয়ারে হেঁটে রেকর্ড গড়লেন ৯৮ বছর বয়সী নারী
হাঁটার কিছুক্ষণ পরই হ্যারিসন তার অনুভুতি প্রকাশ করতে গিয়ে বলেন দারুণ লাগছে আমি কেবল আমার বয়স দেখাচ্ছি আমার পা দুটো কাজ করতে চাইছে না

সিএন টাওয়ারে হেঁটে আরেকটি রেকর্ড গড়লেন ৯৮ বছর বয়সী এক নারী। বার্নিস বানি হ্যারিসন নামে ওই নারী শুক্রবার সকালে সিএন টাওয়ার এজওয়াকে হেঁটে এই কীতি গড়েন। এর মধ্য দিয়ে সবচেয়ে বেশি বয়সী নারী হিসেবে তিনি বিশে^র সর্বোচ্চে হাঁটলেন তিনি। এক ডজনের মতো নাতি-নাতনি ও ছয়জন পুতিসহ হ্যারিসনের পরিবারের সদস্যরাও এদিন তাকে উৎসাহ দিতে সিএন টাওয়ারে উপস্থিত ছিল।

হাঁটার কিছুক্ষণ পরই হ্যারিসন তার অনুভুতি প্রকাশ করতে গিয়ে বলেন, দারুণ লাগছে। আমি কেবল আমার বয়স দেখাচ্ছি। আমার পা দুটো কাজ করতে চাইছে না।

- Advertisement -

এই প্রথম হ্যারিসন এজওয়াকের সাহস করলেন। ২০২২ সালের এপ্রিলে হ্যারিসন সিএন টাওয়ারের চূড়ায় তার জন্মদিন উদযাপন করেন। সেই সঙ্গে সবচেয়ে বয়স্ক নারী হিসেবে তার হাঁটা সম্পন্ন করেন।

হ্যারিসন বলেন, ৯৯তম জন্মদিন উপলক্ষ্যে আগামী বছর তিনি টরন্টোর এই জনপ্রিয় স্থাপনার ওপরে প্রদক্ষিণের পরিকল্পনা করছেন। তার আশা পুতি যখন ১৩ বছরে পড়বে তখন সেও তার সঙ্গে যোগ দেবে।

- Advertisement -

Related Articles

Latest Articles