16.1 C
Toronto
শনিবার, এপ্রিল ১৯, ২০২৫

টাইটানিকের ধ্বংসাবশেষ দেখতে গিয়ে নিখোঁজ একদল পর্যটক!

টাইটানিকের ধ্বংসাবশেষ দেখতে গিয়ে নিখোঁজ একদল পর্যটক! - the Bengali Times

আটলান্টিক মহাসাগরের সাড়ে ১২ হাজার ফুট গভীরে টাইটানিক জাহাজের ধ্বংসাবশেষ দেখতে যাওয়া পর্যটক নিখোঁজ হয়েছেন। কতজন নিখোঁজ রয়েছেন তা জানা যায়নি। তবে তাদের উদ্ধারে তোড়জোড় শুরু হয়েছে।

- Advertisement -

বোস্টন কোস্টগার্ড বিবিসিকে জানিয়েছে, তারা আটলান্টিকের তলদেশে নিখোঁজদের উদ্ধারে অভিযান চালাচ্ছে।

১৯১২ সালে দুই হাজার ২০০ যাত্রী নিয়ে ইংল্যান্ডের সাউদাম্পটন থেকে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের উদ্দেশে রওনা হয়ে বরফখন্ডের আঘাতে ডুবে যায় ঐতিহাসিক জাহাজ টাইটানিক। দেড় হাজার যাত্রীর করুণ মৃত্যু হয়। ১৯৮৫ সালে এসে জাহাজটির সন্ধান মেলে। এরপর থেকেই এটি নিয়ে আগ্রহ দুনিয়াজোড়া।

এখন পর্যন্ত পর্যটকরা সাবমার্সিবল ব্যবহার করে সাগরের তলদেশে জাহাজটির ধ্বংসাবশেষ দেখতে যান। ওশানগেট এক্সপেডিশন্স নামের একটি বেসরকারি কোম্পানি জনপ্রতি আড়াই লাখ মার্কিন ডলারে আট দিনের প্যাকেজে টাইটানিকের ধ্বংসাবশেষ দেখতে নিয়ে যায়।

কানাডার নিউফাউন্ডল্যান্ড উপকূল থেকে ৬০০ কিলোমিটার দূরে আটলান্টিক মহাসাগরের গভীরে রয়ে গেছে টাইটানিক।

- Advertisement -

Related Articles

Latest Articles