9.7 C
Toronto
শনিবার, এপ্রিল ১৯, ২০২৫

প্রেমে প্রত্যাখ্যাত হয়ে ৬৬ লাখ টাকা খরচ করে উচ্চতা বাড়ালেন যুবক!

প্রেমে প্রত্যাখ্যাত হয়ে ৬৬ লাখ টাকা খরচ করে উচ্চতা বাড়ালেন যুবক! - the Bengali Times

উচ্চতা কম হওয়ার কারণে নারীদের কাছে প্রেমের প্রস্তাব দিয়ে প্রত্যাখ্যাত হয়েছেন এক যুবক। ২৭ বছর বয়সি ওই জর্জিয়ান যুবকের নাম ডিঞ্জেল সিগার্স।

- Advertisement -

পায়ে সার্জারি করে ৫ ইঞ্চি উচ্চতা বাড়িয়েছেন তিনি। এর আগে সিগার্সের উচ্চতা ছিল ৫ ফুট ৫ ইঞ্চি। আর সার্জারির পর তার উচ্চতা হয়েছে ৬ ফুট।

সিগার্স জানান, পায়ে সার্জারির মাধ্যমে আমার উচ্চতা বেড়েছে। এতে আমার জীবন বদলে গেছে।

তিনি বলেন, কৈশোরে আমি আমার পছন্দের মানুষের কাছে প্রেমের প্রস্তাব দিয়ে প্রত্যাখ্যাত হয়েছি। কারণ আমি ছিলাম খাটো।

নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, অনেক দিন ধরেই তিনি উচ্চতা বাড়ানোর উপায় খুঁজছিলেন। পরে লিম্ব লেন্থেনিং সার্জারি করানোর কথা ভাবেন।

ডিঞ্জেল সিগার্স জানান, আমি সংকল্প করেছিলাম আমার শরীরকে নতুনভাবে উপস্থাপন করার। তা-ই করেছি। এখন অনেকেই আমাকে পছন্দ করেন।

 

View this post on Instagram

 

A post shared by @mrbrokenbonez

- Advertisement -

Related Articles

Latest Articles