সম্প্রতি নাটকে নিষিদ্ধ হয়েছেন নবাগত অভিনেত্রী জেবা জানাত। এরপর থেকেই আরো বেশি বেশি নাটকের প্রস্তাব পাচ্ছেন বলে জানান উঠতি এই অভিনেত্রী। যদিও এই নিষেধাজ্ঞাকে বুড়ো আঙুল দেখিয়ে বৃহস্পতিবার (২২ জুন) একটি নাটকের শুটিংয়ে অংশ নিয়েছেন তিনি। তবে সেখানে বাধে এক বিপত্তি। দুপুর ১২টা থেকে ধানমণ্ডির ঝিগাতলায় একটি নাটকের শুটিং করছিলেন জেবা জান্নাত।
এদিন বিকেল ৩টার দিকে শুটিংস্পটে উপস্থিত হন ডিরেক্টরস গিল্ডের সাধারণ সম্পাদক কামরুজ্জামান সাগর, প্রচার সম্পাদক জহির খান, সাংগঠনিক সম্পাদকসহ আরও কয়েকজন নেতা। সেখানে গিয়ে তারা শুটিং বন্ধ করে দেন। এরপর নাটকটির নির্মাতা উপায় না দেখে সন্ধ্যার পর শুটিং শুরু করেন।
এদিকে, জেবা অভিনয়ের পাশাপাশি সরব আছেন সামাজিক যোগাযোগমাধ্যমে। নিজের অভিনীত নাটকের দৃশ্য ও ছবি নিয়মিত আপলোড করে যাচ্ছেন তিনি। প্রোফাইল ঘুরে দেখা যায় লাস্যময়ী জেবাকে। শুক্রবার (২৩ জুন) একটি নতুন ফটোশুটের ভিডিও আপলোড করেছেন তিনি। পোস্ট দেওয়ার পর থেকেই সেটি ভাইরাল হয়ে যায়।
প্রসঙ্গত, জেবা জান্নাত প্রয়াত রাজনীতিবিদ জয়নাল হাজারির ফেসবুক টকশোতে প্রথমবার হাজির হয়েছিলেন। এরপর টিকটকে পরিচিতি পান। পরে টেলিভিশন নাটকে নিয়মিত হন। আফরান নিশোর সঙ্গে তার ‘ক্রস কানেকশন’ নাটকের একটি ক্লিপস ভাইরাল হয়। এ ছাড়া ‘পার্টনারশিপ আনলিমিটেড’, ‘রিকশাওয়ালার প্রেম’সহ বেশ কিছু নাটকে অভিনয় করেছেন তিনি।