9.7 C
Toronto
শনিবার, এপ্রিল ১৯, ২০২৫

দাম্পত্য জীবনে সুখের গোপন রহস্য জানালেন অভিনেত্রী

দাম্পত্য জীবনে সুখের গোপন রহস্য জানালেন অভিনেত্রী - the Bengali Times

হলিউড মডেল-অভিনেত্রী কেলি ব্রুক। ৪৩ বছর বয়সী এই মডেল ২০২২ সালে প্রেমিক ইতালির মডেল জেরেমি পারিসিকে বিয়ে করেন। সম্প্রতি এক রেডিও অনুষ্ঠানে এসে দাম্পত্য জীবনে সুখের গোপন রহস্য জানালেন ব্রুক।

- Advertisement -

কেলি ব্রুক বিশ্বাস করেন তার সুখী দাম্পত্য জীবনের গোপন রহস্য হল নগ্ন অবস্থায় ঘুমানো।

যুক্তরাজ্যের হার্ট রেডিওর ‘হার্ট ড্রাইভ উইথ জেকে অ্যান্ড কেলি ব্রুক’ শীর্ষ অনুষ্ঠানে কেলি ব্রুক এই গোপন রহস্যের কথা জানান। তিনি বলেন, ‘ অবশ্যই আমি মনে করি, আমি দাম্পত্য জীবনে সুখী; এর কারণ হলো, আমি অনাবৃত হয়ে ঘুমাই। আপনি যদি কোনো কাপড় না পড়েন, তাহলে আপনার দাম্পত্য জীবন সুখী হবে। যারা বিছানায় অনাবৃত থাকে, তাদের সম্পর্ক বেশি জমকালো।’

রাতে বিছানায় অনাবৃত থাকলে দাম্পত্য জীবনে সুখ মেলে এমন এক জরিপ নিয়ে আলোচনা চলছে যুক্তরাজ্যে। এর মধ্যেই সেই জরিপের সায় দিলেন ৪৩ বছর বয়সী মডেল ব্রুক। ব্রুকের উত্তর শুনে অনুষ্ঠানের উপস্থাপক জেসন কিং জিজ্ঞাসা করেন, ‘আক্ষরিক অর্থে কিছুই (পরেন) না?’ ব্রুক বলেন, ‘নাহ্‌।’

২০১৫ সাল থেকে জেরেমির সঙ্গে প্রেমের সম্পর্কে জড়ান ব্রুক, বয়সে ছয় বছরের ছোট জেরেমিকে গত বছরের জুলাইয়ে বিয়ে করেন তিনি। মডেল হিসেবে পরিচিত জেরেমিকে বড় পর্দায়ও দেখা গেছে। পাশাপাশি উপস্থাপনাও করেছেন তিনি।

সূত্র : ডেইলি মেইল

- Advertisement -

Related Articles

Latest Articles