2.9 C
Toronto
রবিবার, এপ্রিল ২০, ২০২৫

২৪ ঘণ্টায় বঙ্গবন্ধু সেতুতে আড়াই কোটি টাকা টোল আদায়

২৪ ঘণ্টায় বঙ্গবন্ধু সেতুতে আড়াই কোটি টাকা টোল আদায় - the Bengali Times

ঈদুল আজহাকে সামনে রেখে বাড়ি ফিরতে শুরু করছে ঘরমুখো মানুষ। এর ফলে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে ছোট বড় পরিবহনের চাপ কয়েকগুণ বৃদ্ধি পেয়েছে।

- Advertisement -

গতকাল রোববার সকাল ৬টা থেকে আজ সোমবার সকাল ৬টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় বঙ্গবন্ধু সেতু দিয়ে মোট যানবাহন পারাপার হয়েছে ২৯ হাজার ৮৫টি যানবাহন। আর টোল আদায় হয়েছে ২ কোটি ৬৫ লাখ ৮৯ হাজার ৩০০ টাকা।

এর মধ্যে বঙ্গবন্ধু সেতুর পূর্বে পারাপার হয় ১৪ হাজার ৯৭৬টি যানবাহন এবং টোল আদায় হয় ১ কোটি ২৬ লাখ ৪১ হাজার ১৫০ টাকা। আর সেতুর পশ্চিম অংশে ১৪ হাজার ৮৮১টি যানবাহন পারাপার হয় এবং টোল আদায় হয় ১ কোটি ৩৯ লাখ ৪৮ হাজার ১৫০ টাকা।

বিষয়টি নিশ্চিত করে বঙ্গবন্ধু সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী আহসানুল কবীর পাভেল জানান, ঈদযাত্রায় যানবাহনের চাপ বৃদ্ধি পাচ্ছে। যানজট এড়াতে সেতুর পূর্ব ও পশ্চিমে মোট ১৮টি বুথে টোল আদায় করা হচ্ছে।

এদিকে, বাড়ি ফেরাতে ঘিরে মহাসড়কের এলেঙ্গা থেকে বঙ্গবন্ধু সেতু পূর্ব দুই লেনের ১৩ কিলোমিটার এলাকাজুড়ে যানবাহনের দীর্ঘ লাইন সৃষ্টি হয়েছে। এর ফলে চলাচলে ধীরগতি লক্ষ্য করা গেছে।

- Advertisement -

Related Articles

Latest Articles