5.2 C
Toronto
রবিবার, এপ্রিল ২০, ২০২৫

আদানির দ্বিতীয় ইউনিট বাণিজ্যিকভাবে চালু, মিলছে আরও ৭৪৮ মেগাওয়াট বিদ্যুৎ

আদানির দ্বিতীয় ইউনিট বাণিজ্যিকভাবে চালু, মিলছে আরও ৭৪৮ মেগাওয়াট বিদ্যুৎ - the Bengali Times

ভারতের আদানি গ্রুপের ঝাড়খণ্ডের কড্ডা বিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিটে বাণিজ্যিকভাবে বিদ্যুৎ উৎপাদন শুরু হয়েছে। সোমবার মুম্বাই স্টক এক্সচেঞ্জে দেওয়া এক চিঠিতে আদানি পাওয়ার এ তথ্য জানিয়েছে।

- Advertisement -

চিঠিতে বলা হয়, পরীক্ষামূলক কার্যক্রম শেষে রোববার বাংলাদেশ সময় রাত ১২টায় আদানি পাওয়ারের দ্বিতীয় ইউনিট বাণিজ্যিক কার্যক্রম শুরু করেছে।

বিদ্যুৎকেন্দ্রটি এখন পূর্ণ এক হাজার ৪৯৬ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা অর্জন করেছে। গত ৮ জুন থেকে পরীক্ষামূলক উৎপাদনে যায় দ্বিতীয় ইউনিটটি। গত ৭ এপ্রিল ৭৪৮ মেগাওয়াট সক্ষমতার প্রথম ইউনিট বাণিজ্যিক উৎপাদন শুরু করে।

এই কেন্দ্র থেকে চাহিদা অনুসারে বাংলাদেশে বিদ্যুৎ রপ্তানি করে ভারতীয় কোম্পানি আদানি।

সূত্র : সমকাল

- Advertisement -

Related Articles

Latest Articles