11 C
Toronto
শনিবার, মে ৩, ২০২৫

যে কারণে স্বামীকে অন্য ঘরে শুতে বাধ্য করেন হানসিকা

যে কারণে স্বামীকে অন্য ঘরে শুতে বাধ্য করেন হানসিকা - the Bengali Times

তারকাদের ভিন্ন ভিন্ন শখ থাকে। কারো আলিশান বাড়ির, কারো দামি গাড়ির। কারো বা প্রাইভেট জেট! তবে দক্ষিণের অভিনেত্রী হানসিকা মোতওয়ানির শখ একটু ভিন্ন। তার পছন্দের জিনিসের মধ্যে সবার আগে ব্যাগ। দামি দামি ব্যাগ সংগ্রহে রাখতেই ভালোবাসেন হানসিকা।

- Advertisement -

সম্প্রতি নিজের ভালোলাগা নিয়ে কথা বলেছেন হানসিকা। ব্যাগ নিয়ে ভীষণ অবসেশড এই সুন্দরী। তার কালেকশনের প্রতিটি ব্যাগ নাকি ১ লাখ বা তার চেয়েও বেশি দামের!

১৮ বছর বয়স থেকেই ব্যাগ নিয়ে এই পাগলামি হানসিকার। তার ব্যাগ কেনার শখ অবাক করে তার মাকেও।

হানসিকা বলেন, আমি বরের সঙ্গে ডিনার ডেটে গেলে দুজন নয়, তিনজনের জন্য টেবিল বুক করতে হয়। কারণ আমার ১ লাখের ব্যাগের একটা আলাদা চেয়ার দরকার হয়।

শুধু তাই নয়, ব্যাগের জন্য নিজের স্বামীকে পর্যন্ত অন্য ঘরে শুতে বাধ্য করেন হানসিকা।

নায়িকা বলেন, যদি আমি মুম্বইয়ের বাইরে যাই, তাহলে আগেরদিন রাতে আমার সমস্ত ব্যাগ আমার বেডের উপর রাখা থাকে, ওদেরও একটু হাওয়া-বাতাস লাগে। তাই সোহেলকে ঐ রাতে অন্য রুমে শুতে হয়।

গত বছর ডিসেম্বর জয়পুরের মুন্ডটা ফোর্ট অ্যান্ড প্যালেসে গাঁটছড়া বাঁধেন অভিনেত্রী হানসিকা মোতওয়ানি আর তার প্রেমিক ব্যবসায়ী সোহেল কাঠুরিয়া।

এটা ছিল সোহেলের দ্বিতীয় বিয়ে। এর আগে হানসিকারই বান্ধবীকে বিয়ে করেছিলেন সোহেল। তবে দীর্ঘস্থায়ী হয়নি সেই বিয়ে। অবশেষে দীর্ঘদিন চুটিয়ে প্রেম করার পর হানসিকার গলাতেই মালা পড়ান এ ব্যবসায়ী।

- Advertisement -

Related Articles

Latest Articles