
মাথায় গোলাপি রঙের চুল। চোখে চশমা, মুখে মেকআপ। একেবারে অন্যরকম লুক। প্রথম দেখায় চেনাই যাচ্ছে না তিনি রাফিয়াত রশিদ মিথিলা। শুধু এই অভিনেত্রী নয়, তার সঙ্গে যারা ছিলেন তাদের সবারই একই অবস্থা। কিন্তু এমন অদ্ভুত সাজের কারণ কী?
আজ রোববার (৩১ অক্টোবর) হ্যালোইন ডে। এর আগেই গেল শুক্রবার (২৯ অক্টোবর) হ্যালোইন উদযাপন করেছেন মিথিলা। আর তাই এমন অদ্ভুত সাজ। সেদিন অন্যরকম ভাবে সেজেছিল ছোট আইরাও। এ ছাড়া সেই পার্টিতে আরও ছিলেন সংগীতশিল্পী শায়ন চৌধুরী অর্ণব ও তার স্ত্রী শিল্পী সুনিধি নায়েক। সেই পার্টির ভিডিও ইনস্টাগ্রামে শেয়ার করেছেন মিথিলা।
প্রসঙ্গত, ‘হ্যালোইন’ শব্দের অর্থ ‘পবিত্র সন্ধ্যা’। এটিকে ‘সমস্ত সাধুদের দিন’ হিসাবেও চিহ্নিত করা হয়। হ্যালোইন হলো একটি প্রাচীন আর্যদের উৎসব, যা ফসল কাটার শেষদিনে উদযাপিত হয়। হ্যালোইন ডে মূলত ইউরোপ এবং আমেরিকার উৎসব হলেও এখন এশিয়ায়ও এটি উদযাপন করতে দেখা যায়। প্রতি বছর ৩১ অক্টোবর রাতে মুখোশ পরে, কিংবা অদ্ভুত রকম সেজে লোকজন হ্যালোইন দিবস পালন করে থাকেন। এই ভুতুড়ে উৎসবের ইতিহাস দুই হাজার বছরেরও বেশি পুরনো।