
সেই ভাইরাল যুবক
সোশালে ভারতীয় অভিনেত্রী-মডেল উরফি জাভেদকে চেনেন না এমন নেটিজেন খুব কমই আছেন। অদ্ভুতুড়ে সব পোশাক পরে ক্যামেরার সামনে চলে আসেন উরফি, যা দেখে চোখে কপালে উঠে সবার। এবার সেই উরফিকে ছাড়িয়ে গেলেন এক অজ্ঞাত যুবক। ভাইরাল হলো তার ফ্যাশন সেন্স।
ভিডিও ফুটেজে দেখা যায়, ওই যুবক গ্রামের রাস্তায় মডেলের মতো হাঁটছেন। পোশাক দিয়ে শরীর না ঢেকে তিনি ব্যবহার করেছেন পাতা, ঝোপঝাড় ও ফুল। অন্যদিকে তার শারীরিক ভাষা এবং র্যাম্প ওয়াক একজন পেশাদার মডেলের মতোই, যা দেখে প্রশংসায় মেতেছেন নেটিজেনরা।
যুবকের ভিডিওটি শেয়ার করেছেন একজন ইনস্টাগ্রাম ব্যবহারকারী। এতে মানুষের প্রতিক্রিয়াও দেখা যাচ্ছে। একজন ব্যবহারকারী লিখেছেন, ‘বাহ কী পোশাক?’ আরেকজন ব্যবহারকারী লিখেছেন, ‘তিনি উরফিকে ছাড়িয়ে গেছেন। তার সামনে উরফিও সামান্য। এখনও দেশে অনেক প্রতিভাবান মানুষ আছেন।’
সাজিদ আনসারি নামের অপর এক ব্যক্তি লিখেছেন, ‘আপনার ড্রেস কম্বিনেশন উরফির চেয়ে অনেক ভালো। ভাবছি আপনাকে কেন উরফির স্বামী বানাবো না?’ ভিডিওটি এখন পর্যন্ত এক কোটি তিন লাখের বেশি মানুষ পছন্দ করেছেন।