9.7 C
Toronto
শনিবার, এপ্রিল ১৯, ২০২৫

সংবাদ সম্মেলনে অঝোরে কাঁদলেন তামিম

সংবাদ সম্মেলনে অঝোরে কাঁদলেন তামিম - the Bengali Times
সংবাদ সম্মেলনে অঝোরে কাঁদলেন তামিম

আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায়ের ঘোষণা দিলেন তামিম ইকবাল। আজ বৃহস্পতিবার চট্টগ্রামের হোটেল টাওয়ার ইনে এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন তিনি। তবে বিদায় বেলায় সাংবাদিকদের সামনে অঝোরে কাঁদলেন দেশসেরা ওপেনার।

কাঁদতে কাঁদতে সংবাদ সম্মেলনে তামিম বলেন, ‘আফগানিস্তানের বিপক্ষে গতকালের ম্যাচটিই আমার ক্যারিয়ারের শেষ ম্যাচ।

- Advertisement -

এই মুহূর্ত থেকে আমি আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানাচ্ছি। সিদ্ধান্তটি হুট করে নেওয়া নয়। অনেক দিন ধরেই আমি এটা নিয়ে ভাবছি। পরিবারের সঙ্গে কথাও বলেছি এটা নিয়ে।
আমি মনে করি, এটা সেরা সময় সরে দাঁড়ানোর, আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেওয়ার।’

২০২২ সালের ১৬ জুলাই সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিয়ে টি-টোয়েন্টি থেকে অবসরের ঘোষণা দিয়েছিলেন তামিম। এরও ছয় মাস আগে এই ফরম্যাট থেকে স্বেচ্ছাবিরতি নিয়েছিলেন তিনি। এর পর থেকে শুধু টেস্ট ও ওয়ানডে ক্রিকেট চালিয়ে যাচ্ছিলেন।
১২ মাসের ব্যবধানে আন্তর্জাতিক ক্রিকেট থেকেই সরে গেলেন।

- Advertisement -

Related Articles

Latest Articles