5.2 C
Toronto
রবিবার, এপ্রিল ২০, ২০২৫

খোলামেলা পোশাকে ছবি পোস্ট করে যা বললেন ফারিয়া

খোলামেলা পোশাকে ছবি পোস্ট করে যা বললেন ফারিয়া - the Bengali Times
নুসরাত ফারিয়া

ঢালিউড অভিনেত্রী নুসরাত ফারিয়া কাজের বাইরেও নানা সময়ে তার ব্যক্তিগত কর্মকাণ্ড নিয়েও আলোচনা-সমালোচনায় থাকেন। এবার নতুন আলোচনায় এলেন ফেসবুকে ‘খোলামেলা’ ছবি পোস্ট করে।

আজ বৃহস্পতিবার বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে কয়েকটি ছবি পোস্ট করেন নুসরাত ফারিয়া। এর ক্যাপশনে তিনি লেখেন, ‘চলো এমন কিছু করি ‘‘এই ধরনের কাজ করা উচিৎ নয়’ ধরনের।’

- Advertisement -

তিন ঘণ্টা আগে দেওয়া নুসরাত ফারিয়ার পোস্টে ইতোমধ্যে ১২ হাজার জনের বেশি মানুষ রিঅ্যাক্ট করছেন। এতে ১ হাজার ২০০ জনের বেশি মন্তব্য করা হয়েছে।

ফারিয়ার পোস্টের মন্তব্যের অধিকাংশই নেতিবাচক। কেউ কেউ তাকে কটাক্ষও করেছেন। মোহাম্মদ নাঈম নামের একজন লেখেন, ‘এরা কখনোই দেশ ও জাতির জন্য মঙ্গল জনক নয়। সস্তা বাহবা পাওয়ার নেশায় নিজেকে চরিত্রহীনভাবে উপাস্থাপন করতেও কার্পন্য করে না! ধিক্কার জানাই এদেরকে।’

ফারিয়ার পোস্টে মন্তব্য করেছেন জনপ্রিয় অভিনেতা, কবি ও গীতিকার মারজুক রাসেল। তিনি লিখেছেন, ‘প্রচুর গরম লাগে’। মারজুকের এ মন্তব্যে ১৬৫ জন রিঅ্যাক্ট করেছেন। আর ১৮ জন প্রতিউত্তর দিয়েছেন।

সুজন চৌধুরী নামের একজন লেখেন, ‘গরিবের সানি লিওন’। ফরহাদ হোসেন লেখেন, ‘বাংলাদেশের জন্য এরাই অভিশাপ।’ রাজ নামের একজন লিখেছেন, ‘জামাকাপড় পরার দরকার কি?’

তবে সমালোচনার পাশাপাশি কেউ কেউ আবার নুসরাত ফারিয়ার প্রশংসাও করেছেন। সবুর নামের একজন লিখেছেন, ‘এখন তো বাংলাদেশে বলিউডের নায়িকা পাওয়া যায়।’ রহমান মোল্লা নামের একজন লেখেন, ‘আপু তুমি তো অনেক সুন্দর।’

- Advertisement -

Related Articles

Latest Articles