-1.7 C
Toronto
বৃহস্পতিবার, মার্চ ১৩, ২০২৫

জীবন নিয়ে শঙ্কা প্রকাশ করে ফেসবুকে যা লিখলেন নুর

জীবন নিয়ে শঙ্কা প্রকাশ করে ফেসবুকে যা লিখলেন নুর

গণঅধিকার পরিষদের একাংশের সদস্য সচিব নুরুল হক নুর নিজের জীবন নিয়ে শঙ্কায় রয়েছেন বলে অভিযোগ করেছেন। আজ শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক স্ট্যাটাস দিয়ে তিনি একথা জানান।

- Advertisement -

নুর তার ফেসবুকে লেখেন, ‘চর্তুমুখী অব্যাহত ষড়যন্ত্রে জীবন নিয়ে শঙ্কায় আছি। আপনাদেরকে জানিয়ে রাখলাম।’

এর আগে বৃহস্পতিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভা শেষে সাংবাদিকদের নুরুল হক নুর বলেন, ‘দলের পদবঞ্চিত, দলছুট ও সুবিধাবাদী নেতারা গণ অধিকার পরিষদকে ভাঙার জন্য কাজ করছেন।’

তিনি বলেন, ‘১০ জুলাই কাউন্সিলের মধ্য দিয়ে গণ অধিকার পরিষদের নবজাগরণ হবে। বেইমান, মীর জাফররা ইতিহাসের আস্তাকুঁড়ে হারিয়ে যাবে।’

তিনি আরও বলেন, ‘টেলিভিশন–পত্রিকায় নাম আসার জন্য অনেকেই বেফাঁস কথা বলছেন। নির্বাচনকে সামনে রেখে সরকার বিভিন্ন দলকে ভাঙতে খেলা খেলছে। দলছুট, পদবঞ্চিত নেতাদের টাকা দিয়ে কিনে সরকারের পক্ষে কাজ করাচ্ছে।’

কিছু নেতা–কর্মী সরকারের ফাদে পা দিয়েছেন দাবি করে নুরুল হক বলেন, ‘সরকার বুঝতে পারছে তারুণ্যের শক্তি গণ অধিকার পরিষদ আগামী আন্দোলনে বড় শক্তি হবে, তাই নানাভাবে বিভ্রান্ত করতে চাইছে। ডিভাইড অ্যান্ড রুলের মাধ্যমে ভাগ করতে চাচ্ছে। সেই ফাঁদে আমাদের কিছু নেতা পা দিয়েছেন। তারা ষড়যন্ত্র করে নেতা–কর্মীদের কাছে প্রত্যাখ্যাত হয়েছেন। গণ অধিকার পরিষদে তাদের ভবিষ্যৎ নেই। নানা অপকর্মের কারণে তারা দলে কোণঠাসা। তাই গণ অধিকার পরিষদকে ভাঙার জন্য কাজ করছেন।’

সূত্র : আমাদের সময়

- Advertisement -

Related Articles

Latest Articles