13.1 C
Toronto
শুক্রবার, এপ্রিল ১৮, ২০২৫

সালমান খানের মুখের ভাষা ‘জঘন্য’, দাবি নায়িকার

সালমান খানের মুখের ভাষা ‘জঘন্য’, দাবি নায়িকার - the Bengali Times

সালমান খান ও আকাঙ্ক্ষা পুরি

বলিউড সুপারস্টার সালমান খান সঞ্চালিত রিয়েলিটি শো ‘বিগ বস: ওটিটি সিজন-২’ থেকে প্রথম সপ্তাহেই বাদ পড়েছেন অভিনেত্রী আকাঙ্ক্ষা পুরি। ‘বিগ বস’-এর আরেক প্রতিযোগী জাদ হাদিদকে চুমু দেওয়ার জেরে বহিষ্কৃত হন এই অভিনেত্রী।

ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের খবরে বলা হয়, আকাঙ্ক্ষা পুরি অভিযোগ করেছেন- ‘বিগ বস’-এর ঘরে দ্বিচারিতা করেন সালমান! তিনি কোনো নির্দিষ্ট প্রতিযোগীকে ‘টার্গেট’ করেন।

- Advertisement -

সালমানের কারণে মানসিক অবসাদে ভুগছেন দাবি করে আকাঙ্ক্ষা বলেন, ‘আমার মনে আছে, সালমান কীভাবে আমার সঙ্গে আচরণ করছিলেন। আমায় ‘‘ভুয়া’’ বলে সম্বোধন করেন তিনি। তার গলায় যা তীক্ষ্ণতা ছিল, ভয়ঙ্কর! আমি তাকে আগে এভাবে কথা বলতে শুনিনি।’

তিনি বলেন, ‘প্রকাশ্য মঞ্চে এভাবে কেউ কথা বলতে পারেন না। উনি যেভাবে আমাকে কটাক্ষ করতে শুরু করলেন। আমি নাকি মায়াকান্না করি। তিন দিন জেলে ছিলাম, আমি যেন ভয়ংকর অন্যায় করেছিলাম।’

যদিও আকাঙ্ক্ষার এমন অভিযোগে এখনো কিছু বলেননি সালমান খান।

- Advertisement -

Related Articles

Latest Articles