9.6 C
Toronto
রবিবার, মার্চ ১৬, ২০২৫

রাজনীতিবিদদের নিয়ে ‘বেফাঁস’ মন্তব্য কাজলের, চলছে সমালোচনা

রাজনীতিবিদদের নিয়ে ‘বেফাঁস’ মন্তব্য কাজলের, চলছে সমালোচনা
কাজল মুখার্জি

ওটিটি প্ল্যাটফর্মে নাম লিখিয়েছেন বলিউড অভিনেত্রী কাজল মুখার্জি। নিজের অভিনীত ‘দ্য ট্রায়াল’ ওয়েব সিরিজের প্রচারের জন্য বিভিন্ন সংবাদমাধ্যমে সাক্ষাৎকার দেন কাজল। তেমনই এক সাক্ষাৎকারে রাজনীতিবিদদের নিয়ে মন্তব্য করায় সমালোচনা মুখে পড়েছেন এ অভিনেত্রী।

ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের খবরে বলা হয়, সম্প্রতি দেওয়া এক সাক্ষাৎকারে কাজল মুখার্জি রাজনীতিবিদদের সমালোচনা করেন। তিনি বলেন, ‘আমাদের অনেক রাজনীতিবিদ আছে, যাদের শিক্ষাগত যোগ্যতা নেই। আমি দুঃখিত, তবুও এটি বলতে হলো। আমরা যাদের দ্বারা শাষিত হই তাদের পরিবর্তনের দৃষ্টিভঙ্গি নেই, শিক্ষাই এই দৃষ্টিভঙ্গি দিয়ে থাকে।’

- Advertisement -

কাজলের এ মন্তব্যের পর শুরু হয়েছে সমালোচনা। তিনি নিজেও স্কুলের গণ্ডি পেরোননি বলে খোঁচা দিচ্ছেন অনকেই। টুইটারে কাজলের সে ভিডিও পোস্ট করে একজন লিখেছেন, ‘কাজল স্কুলছুট। তার স্বামী অজয় দেবগনও স্কুলের গণ্ডি পার করেননি। বলিউডে রয়েছেন সবচেয়ে অশিক্ষিত অভিনেতারা। এ ছাড়া এখানে শুধুই কিছু বোকা ছবি তৈরি হয়। ইংরেজি বলতে পারা কখনো শিক্ষার পরিচয় নয়। সুতরাং এই পরিস্থিতিতে এ ধরনের মন্তব্য কীভাবে করতে পারেন কাজল?’

কাজলের বক্তব্যের সমালোচনা করেছেন কট্টর হিন্দুত্ববাদী সংগঠন শিব সেনার একাংশের নেত্রী প্রিয়াঙ্কা চতুর্বেদী। তিনি বলেন, ‘কাজল বলেছেন আমরা অশিক্ষিতদের দ্বারা শাসিত হই যাদের কোনো দুরদর্শিতা নেই। তার মতামত সত্য নয় বলে বলে কেউ তা নিয়ে মতামত দেননি, কিন্তু তার সমস্ত ভক্ত ক্ষুব্ধ।’

আগামী ১৪ জুলাই ডিজনি প্লাস হটস্টারে মুক্তি পাবে ‘দ্য ট্রায়াল’। সম্প্রতি সিরিজ় নিয়ে কথা বলতে গিয়ে কাজল বলেন, ‘আমার এত দিনের ক্যারিয়ারে আমি কোনো দিন ক্যামেরার সামনে দাঁড়াতে লজ্জা পাইনি। মানসিকভাবে সবল, দৃঢ়চেতা চরিত্রে অভিনয় করতেই আমার সুবিধা হয়। বরং দুর্বল চরিত্র ফুটিয়ে তুলতেই আমি কিছুটা অস্বস্তি বোধ করি।’

কাজলের কথায়, ‘নয়নিকা (দ্য ট্রায়ালে এই চরিত্রে অভিনয় করেছেন কাজল) মানসিকভাবে ভীষণ শক্ত। তবে পরিস্থিতির পাকে পড়ে কিছুটা ধাক্কা খায় সে। তবে সেই অবস্থা থেকেও ঘুরে দাঁড়ানোর ক্ষমতা রাখে নয়নিকা। সেই কারণেই এই চরিত্রটা আমার এত প্রিয়।’

কাজলের বিপরীতে এই ওয়েব সিরিজে অভিনয় করেছেন টলিউড অভিনেতা যিশু সেনগুপ্ত। ওয়েব সিরিজটিতে কাজলের চরিত্রই প্রধান। সম্প্রতি এক সাক্ষাৎকারে যিশু জানিয়েছেন, কাজলের নাম শুনেই সিরিজটিতে কাজ করার সম্মতি দেন তিনি। চরিত্রের কতটা গুরুত্ব আছে বা নেই তা নিয়ে ভাবেননি।

- Advertisement -

Related Articles

Latest Articles