
পুলিশ বলছে ২২ জুন দুপুরের কিছু আগে সিলভার রঙের একটি হোন্ডার চালক বির্চমাউন্ট রোড ও হাইভিউ অ্যাভিনিউ এলাকায় এক তরুণীর দিকে এগিয়ে যান এবং তাকে গাড়িতে উঠতে প্রলুব্ধ করেন কিন্তু ওই তরুণী গাড়িতে উঠতে অস্বীকৃতি জানান এর কিছুক্ষণ পর চালক আবারও ফিরে এসে ওই তরুণীকে দ্বিতীয়বার গাড়িতে উঠতে প্রলুব্ধ করেন
সন্দেহজনক এক গাড়ির চালক স্কারবোরোর বির্চ ক্লিফ হাইটস নেবারহুডের এক টিনএজারকে গাড়িতে তোলার চেষ্টা করার ঘটনার পর গাড়িটি খুঁজছে টরন্টো পুলিশ। পুলিশ বলছে, ২২ জুন দুপুরের কিছু আগে সিলভার রঙের একটি হোন্ডার চালক বির্চমাউন্ট রোড ও হাইভিউ অ্যাভিনিউ এলাকায় এক তরুণীর দিকে এগিয়ে যান এবং তাকে গাড়িতে উঠতে প্রলুব্ধ করেন।
কিন্তু ওই তরুণী গাড়িতে উঠতে অস্বীকৃতি জানান। এর কিছুক্ষণ পর চালক আবারও ফিরে এসে ওই তরুণীকে দ্বিতীয়বার গাড়িতে উঠতে প্রলুব্ধ করেন।
এ ঘটনার তদন্তকারীরা বলছেন, বড়সড় গড়নের ওই ব্যক্তি কৃষ্ণাঙ্গ এবং তার চুলের রঙ কালো। তার বয়স ৩০ থেকে ৪০ এর মধ্যে হবে বলে অনুমান করা হচ্ছে। কারও কাছে তার ব্যাপারে কোনো তথ্য থাকলে ৪১৬-৮০৮-৪১০০ নাম্বারে পুলিশকে জানানোর অনুরোধ করা হয়েছে।