2.9 C
Toronto
রবিবার, এপ্রিল ২০, ২০২৫

তামিলের কিছু খারাপ শব্দ জানি: ধোনির স্ত্রী

তামিলের কিছু খারাপ শব্দ জানি: ধোনির স্ত্রী - the Bengali Times
ধোনি ও সাক্ষী ছবি সংগৃহীত

চেন্নাই সুপার কিংসকে ফের আইপিএল শিরোপা জিতিয়েছেন মহেন্দ্র সিং ধোনি। এবার ভারতের সাবেক অধিনায়ক ও তার স্ত্রী সাক্ষী চেন্নাইয়ে তাদের প্রডাকশনের সিনেমা এলজিএমের ট্রেইলার প্রকাশ অনুষ্ঠানে উপস্থিত হন। সেখানেই দর্শকদের সঙ্গে এই জুটি দারণ কিছু মুহূর্ত ভাগাভাগি করে নেন। খবর এনডিটিভির।

স্টেজে থাকা সাক্ষীর কাছে এক সময় জানতে চাওয়া হয় তিনি তামিল ভাষায় কিছু জানেন কিনা? জবাবে তিনি সেরি (আচ্ছা) ও পোডা (চলে যাও) বলেন। তবে সবাইকে চমকে দিয়ে ধোনির স্ত্রী জানান, তিনি তামিলের কিছু খারাপ শব্দ জানি। তবে শব্দগুলো তিনি বলেননি।

- Advertisement -

এরপর স্টেজে ধোনি আসেন। তবে তিনিও মজার সুরে জানান, তার স্ত্রীকে তিনি কোনো খারাপা তামিল শব্দ শেখাননি।

ধোনির সঙ্গে চেন্নাইয়ের সম্পর্ক বেশ পুরনো। সেই আইপিএলের শুরু থেকেই তিনি দলটির অধিনায়কের দায়িত্ব পালন করছেন। মাঝে দলটির দুবছর নিষেধাজ্ঞার কারণে ছিলেন না। তবে রেকর্ড ৫টি শিরোপা জিতিয়েছেন তিনি।

- Advertisement -

Related Articles

Latest Articles