1 C
Toronto
সোমবার, মার্চ ১৭, ২০২৫

উরফির নয়া কাণ্ড, আজব পোশাকে ফের ভাইরাল

উরফির নয়া কাণ্ড, আজব পোশাকে ফের ভাইরাল
উরফি জাভেদ

ইন্টারনেটের দুনিয়ায় উরফি জাভেদ এখন অন্যতম চর্চিত নাম। প্রায়ই খোলামেলা পোশাকে নিজেকে তুলে ধরার জন্য বহুলভাবে তিনি সমালোচিত হন সামাজিক মাধ্যমে। কখনো পিৎজার পোশাক, কখনো স্তনের ওপর লাল শিং। কখনো আবার উলটো করেই পরে ফেলেন প্যান্ট-জামা। আর এবার উরফি যে ভিডিও শেয়ার করলেন, তাতেই নেটদুনিয়ায় লেগে গেল তুমুল কাণ্ড!

ভারতীয় সংবাদমাধ্যম সংবাদপ্রতিদিনের খবরে জানা যায়, সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও পোস্ট করেন উরফি জাভেদ। ভিডিওতে তিনি বলেন, ‘দয়া করে আমাকে জুতো দিয়ে মারবেন না!’

- Advertisement -

আসল কথাটা হলো- জুতো দিয়ে নতুন পোশাক বানিয়েছেন উরফি। আর তা পরেই করলেন ভিডিও।

এবারের ভিডিওতে দেখা গেছে, সেই পোশাকে স্পষ্ট হয়েছে উরফির নিতম্ব! এমন এক পোশাকের ছবি ও ভিডিও পোস্ট করার পর সামাজিক যোগাযোগমাধ্যমে উরফি লিখলেন, ‘আমাকে জুতো দিয়ে মারবেন না প্লিজ!’

উল্লেখ্য, হিন্দি টেলিভিশনের অভিনেত্রী হিসেবে কেরিয়ার শুরু করেছিলেন উরফি। পরে ‘বিগ বস ওটিটি’ শোয়ে প্রতিযোগী হিসেবে নজর কেড়েছিলেন। তবে সেসব এখন অতীত। এখন উদ্ভট পোশাক পরে ক্যামেরার সামনে পোজ দেওয়াকেই নিজের পেশা বানিয়ে ফেলেছেন উরফি। সামাজিক যোগাযোগমাধ্যমে নানা ছবি ও ভিডিও আপলোড করেন তিনি। তা নিয়ে বিস্তর চর্চাও হয়।

- Advertisement -

Related Articles

Latest Articles