2.9 C
Toronto
রবিবার, এপ্রিল ২০, ২০২৫

বাচ্চা কোলে ঘোরেন, এরপর সুযোগ বুঝে চুরি করেন তিনি!

বাচ্চা কোলে ঘোরেন, এরপর সুযোগ বুঝে চুরি করেন তিনি! - the Bengali Times
গ্রেপ্তারকৃত ইতি বেগম

রাজধানীর মিরপুর ১০ নম্বর গোল চত্বর হোপ মার্কেট থেকে বাচ্চা কোলে নিয়ে চুরি করার সময় ইতি বেগম (২৭) নামের এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার রাতে তাকে গ্রেপ্তার করে মিরপুর মডেল থানা পুলিশ।

ইতি সাভার থানার আশুলিয়ার চরবাগ এলাকার মৃত শহীদ হোসেনের মেয়ে। তিনি একজন পেশাদার চোর। মিরপুর মডেল থানার ওসি মো. মহসীন তাকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন।

- Advertisement -

ওসি মো. মহসিন জানান, ইতি বেগম বিভিন্ন বাসায়, পথচারী নারীদের ভ্যানিটি ব্যাগ ও দোকানে গিয়ে চুরি করেন। মানুষ যাতে সন্দেহ না করে সেজন্য কোলে বাচ্চা নিয়ে ঘোরেন। আবার ধরা পরে গেলে বাচ্চাসহ কান্নাকাটি করেন, ফলে দয়া করে মানুষ ছেড়ে দেয়। এই সুবিধার ফলেই কোলে বাচ্চা নিয়ে তিনি বিভিন্ন বাসাবাড়ি ও দোকানের সামনে ঘুরঘুর করেন। এরপর সুযোগ বুঝে ভ্যানিটি ব্যাগ, মোবাইল নিয়ে সরে পরেন।

তিনি আরও জানান, গতকাল সন্ধ্যায়ও হুপ মার্কেটে একই কায়দায় দুটি মোবাইল নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। পরে উপস্থিত মানুষ তাকে আটক করে খবর দিলে পুলিশ তাকে গ্রেপ্তার করে।

- Advertisement -

Related Articles

Latest Articles