11.8 C
Toronto
শনিবার, মার্চ ১৫, ২০২৫

হচ্ছে না এ বছর বিয়ে, প্রেম চলবে

হচ্ছে না এ বছর বিয়ে, প্রেম চলবে - the Bengali Times

ছবি সংগৃহীত

করোনা না শুরু হলে অনেক আগেই বিয়েটা সেরে ফেলতেন তারা। একাধিক সাক্ষাৎকারে এ কথা বলেছিলেন রণবীর কাপুর। গুঞ্জন ছিল, প্রেমিকা আলিয়া ভাটের সঙ্গে চলতি বছরেই বিয়ে সেরে ফেলবেন তারা। কিন্তু এখন শোনা যাচ্ছে, অপেক্ষা আরও লম্বা হচ্ছে। এখনই নতুন অধ্যায় শুরু করবেন না তারা। অনেক ভেবে চিন্তে, পরিকল্পনা করে তারপর বিয়ে করবেন তারা।

রণবীর-আলিয়ার ঘনিষ্ঠ সূত্রের একজন বলেছেন, “বিয়ের জন্য রণবীর এবং আলিয়া অনেক কিছু ভেবে রেখেছেন। বহু দিন ধরে এই দিনটি নিয়ে পরিকল্পনা করছেন তারা। তাই এত তাড়াতাড়ি কিছুই করবেন না। আরও সময় নেবেন তারা।”

- Advertisement -

ডিসেম্বরেই নাকি চার হাত এক হবে দুই তারকার। বলিউডে এমনই গুঞ্জন শোনা যাচ্ছিল বহু দিন ধরে। জানুয়ারি পর্যন্ত নাকি কোনও কাজ করবেন না বলে ঠিক করেছিলেন রণবীর এবং আলিয়া। কিন্তু এ বছর যে তারা সাত পাক ঘুরছেন না, তা আপাতত স্পষ্ট। পরের বছর কি বিয়ের ফুল ফুটবে? উত্তর জানেন তারাই।

- Advertisement -

Related Articles

Latest Articles