16.9 C
Toronto
শুক্রবার, এপ্রিল ১৮, ২০২৫

তসলিমার পোস্ট শেয়ার করে শাওনের আবেগঘন স্ট্যাটাস

তসলিমার পোস্ট শেয়ার করে শাওনের আবেগঘন স্ট্যাটাস - the Bengali Times
ছবি সংগৃহীত

বাংলাদেশ থেকে নির্বাসিত হয়ে ভারতে থাকা লেখিকা তসলিমা নাসরিনের ফেসবুক পোস্ট শেয়ার করে আবেঘন স্ট্যাটাস দিয়েছেন জনপ্রিয় কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের সহধর্মিণী মেহের আফরোজ শাওন।

আজ রোববার নিজের ভেরিফায়েড ফেসবুকে ‘কিংবদন্তি’ অ্যালবামে শেয়ার করেছেন তসলিমার ওই পোস্ট। সেখানে তসলিমা-শাওনের সঙ্গে একই ফ্রেমে দেখা যায় জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরীকে।

- Advertisement -

শাওন লেখেন, ‘বলেছিলাম “আপনার হাতটা একটু ধরতে চাই।” একটু সংকোচ নিয়ে হাত এগিয়ে দিলেন। ছুঁয়ে দেখি নরম তুলতুলে একটি হাত!! মাখনের মত!!! অথচ এই হাত দিয়েই লেখা হয়েছে কতশত শক্তিশালী অকপট নির্বচন! সেই হাত শক্ত করে ধরে আমি কিছুটা শক্তি নিলাম। বললাম, “অনেক ভালো থাকবেন, অনেকদিন…”।’

- Advertisement -

Related Articles

Latest Articles