0.2 C
Toronto
শুক্রবার, মার্চ ১৪, ২০২৫

যেসব অভিযোগ এনে ভোট বর্জন করলেন স্বতন্ত্র প্রার্থী তরিকুল

যেসব অভিযোগ এনে ভোট বর্জন করলেন স্বতন্ত্র প্রার্থী তরিকুল

ঢাকা-১৭ আসনের উপনির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছেন স্বতন্ত্র প্রার্থী তরিকুল ইসলাম। আজ সোমবার বেলা পৌনে ১২টায় বনানী মডেল স্কুল কেন্দ্র পরিদর্শনে এসে তিনি ভোট বর্জনের এ ঘোষণা দেন।

- Advertisement -

এজেন্টদের কেন্দ্রে ঢুকতে না দেওয়া, কেন্দ্র থেকে বের করে দেওয়া এবং ভয়ভীতি দেখানো হচ্ছে বলে অভিযোগ এনেছেন ট্রাক প্রতীকের এই প্রার্থী।

তরিকুল ইসলাম বলেন, ‌‘কেন্দ্রগুলোতে ভোটার নেই, শুধু একটি নির্দিষ্ট দলের লোকজন আছে সবখানে। অন্য কোনো প্রার্থীর এজেন্টকে কেন্দ্রে ঢুকতে দেওয়া হচ্ছে না। এই সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন কোনোভাবেই সম্ভব না। আমি আশা করেছিলাম, নির্বাচন হয়তো সুষ্ঠু, শান্তিপূর্ণ হবে। কিন্তু তা হচ্ছে না।’

তিনি বলেন, ‘আমি বারবার নির্বাচন কমিশনকে জানিয়েছি, কিন্তু তারা আমাদের মতো ছোট ছোট স্বতন্ত্র প্রার্থীদের মূল্যায়ন করেন না। আমাদের কোনো কথা ও অভিযোগ তারা আমলে নেন না।’

নির্বাচনে আমাদের এজেন্টদের বের করে দেওয়া, ঢুকতে না দেওয়া- এমন সব কারণে নিজের আত্মসম্মান থেকে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর কথা জানান তরিকুল ইসলাম। তিনি বলেন, ‘আমি এই নির্বাচন বর্জন করলাম, সরে দাঁড়ালাম।’

রাজধানীর গুলশান, বনানী, ভাসানটেক থানা ও সেনানিবাস এলাকা নিয়ে গঠিত ঢাকা-১৭ আসন। গত ১৫ মে চিত্রনায়ক আকবর হোসেন পাঠান (ফারুক) মারা যাওয়ার পর আসনটি শূন্য ঘোষণা করা হয়। জাতীয় নির্বাচনের আগে সময় অল্প সময়ের জন্য সংসদ সদস্য হবেন নির্বাচিত প্রার্থী।

সূত্র : আমাদের সময়

- Advertisement -

Related Articles

Latest Articles