7.8 C
Toronto
রবিবার, এপ্রিল ২০, ২০২৫

যৌন আলাপ বন্ধে ‘থেরাপি দরকার’ এই পাকিস্তানি তারকার

যৌন আলাপ বন্ধে ‘থেরাপি দরকার’ এই পাকিস্তানি তারকার - the Bengali Times
স্ত্রী ফারিয়াল মাখদুমের সঙ্গে আমির খান ছবি সংগৃহীত

স্ত্রীর সঙ্গে প্রতারণা করে অন্য নারীদের সঙ্গে যৌনতা বিষয়ক আলাপ করার জন্য ক্ষমা চেয়েছেন ব্রিটিশ-পাকিস্তানি বক্সার আমির খান। এগুলো বন্ধে তিনি থেরাপি নিতে চান বলেও জানিয়েছেন। খবর পাকিস্তানি গণমাধ্যম জিও টিভির।

দ্য সানের বরাত দিয়ে গণমাধ্যমটির প্রতিবেদনে বলা হয়, সাবেক এই বিশ্বচ্যাম্পিয়ন তার স্ত্রী ফারিয়াল মাখদুমের কাছে ক্ষমা চেয়েছেন, যখন তার স্ত্রী তাকে বলেছেন, ‘যদি তোমার ঘরে ডায়মন্ড থাকে, তাহলে কেন তুমি বাইরে পাথর খুঁজতে যাবে?’

- Advertisement -

প্রতিবেদনে আরও বলা হয়, দুই সপ্তাহ আগে একটি তথ্য প্রকাশিত হয় যে, আমির একজন মডেলের কাছে তার বিবাহিত জীবনের ‘দুঃখ’ বর্ণনা করে খোলামেলা ছবি চেয়ে বসেন। ওই মডেলকে তার সঙ্গে দেখাও করতে বলেন এই বক্সার।

৩৬ বছর বয়সী আমির স্বীকার করে নিয়েছেন তিনি ভুল করেছেন এবং তার স্ত্রীকে কষ্ট দিয়েছেন। এই উপলব্ধির কারণেই থেরাপি নিতে চান তিনি। তিনি বলেন, ‘আমার মনে হয়, আমি মানসিক সমস্যার মধ্য দিয়ে যাচ্ছি।’

স্ত্রীর সঙ্গে আমিরের প্রতারণার ঘটনা এটিই প্রথম না। ২০১৩ সালে বিয়ে হয় এই দম্পতির। ২০১৭ সালে এই প্রতারণার কারণেই তারা আলাদা থেকেছেন। তাদের ঘরে তিনটি সন্তান রয়েছে।

আমির বলেন, ‘আমি যা করেছি, সেটি ভালো কিছু না। একদিন আমার বাচ্চারা বড় হবে এবং এসব প্রতিবেদন পড়বে। এটি তাদের হতাশ করবে। আমি প্রতারণা করছিলাম এটি আমার তখন মনে হয়নি। কয়েকটি মাত্র বার্তা ছিল। কিন্তু আমি এখন অনুশোচনা করছি।’

- Advertisement -

Related Articles

Latest Articles