
হ্যালোউন উৎসবে মেতেছে টালিউড। নানা রকম সাজে নিজেদের সাজিয়ে তুলছেন তারকারা। সেসব ছবি পোস্ট করছেন সামাজিক যোগাযোগমাধ্যমে। যা দেখে রীতিমত আঁতকে উঠছে নেটিজেনরা।
নেট দুনিয়ায় বেশ সরব শ্রাবন্তী চ্যাটার্জি। প্রায়ই নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি, ভিডিও পোস্ট করেন তিনি। বিভিন্ন মুডের ছবি শেয়ার করে ভক্তদের উদ্দেশে বিভিন্ন বার্তাও দিয়ে থাকেন এ নায়িকা। তাতে মিশ্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন নেটিজেনরা।
হ্যালোউইন উপলক্ষে নিজের ইনস্টাগ্রামে পোস্ট করেছেন শ্রাবন্তী। আলো আঁধারিতে তার ছবি দেখে আঁতকে উঠেছেন অনেকেই। ক্যাপশনে এ অভিনেত্রী লিখেছেন, ‘হ্যাপি হ্যালোউইন’।
এর আগে মহালয়া উপলক্ষে নিজের ফেসবুকে তিনটি ছবি শেয়ার করেছিলেন শ্রাবন্তী। তাতে দুর্গা রূপে দেখা গেছে এ অভিনেত্রীকে। তার পরনে ছিল, লাল পাড়ের সাদা শাড়ি। সিঁথিতে লাল সিঁদুর, হাতে শাঁখা-পলা, শরীরে সোনার গহনা।
তার সঙ্গে ত্রিশূল ধরতেও ভোলেননি টালিউডের এ নায়িকা। মঙ্গল-শঙ্খ, পদ্ম হাতেও ছবিতে দেখা গেছে শ্রাবন্তীকে। ছবিতে নজরকাড়া রূপে দেখা গেছে শ্রাবন্তীকে। কিন্তু দুষ্টু নেটিজেনরা নিতেই পারেই ছবিগুলো। করে বসেছেন কটূ আক্রমণ।
একজন সরাসরি শ্রাবন্তীকে আক্রমণ করে লিখেছেন, ‘আপনি দুর্গা নন, দ্রৌপদী।’ আরেকজন লিখেছেন, ‘আপনার দুর্গা সাজা উচিত হয়নি।’ আরেকজন আবার লিখেছেন, ‘আগে নিজের চরিত্রটা বদলান, তারপর দেবী সাজবেন।’
শিশুশিল্পী থেকে বড়পর্দার নায়িকা হয়েছেন শ্রাবন্তী চ্যাটার্জি। মুখ্য চরিত্রে প্রথম অভিনয় করেছেন ‘চ্যাম্পিয়ন’ সিনেমায়। জিতের বিপরীতে এ সিনেমায় দেখা গিয়েছিল তাকে। প্রথম সিনেমায় অভিনয় করেই জনপ্রিয়তা লাভ করেন এ নায়িকা। তারপর মাঝে বিরতি নিয়ে আবার টালিউডের ফেরেন ‘ভালোবাসা ভালোবাসা’ সিনেমার মাধ্যমে।