9.7 C
Toronto
শনিবার, এপ্রিল ১৯, ২০২৫

‘এখনও শাকিব খানের বৈধ ওয়াইফ অপু বিশ্বাস’

‘এখনও শাকিব খানের বৈধ ওয়াইফ অপু বিশ্বাস’ - the Bengali Times

ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়ক শাকিব খান ও ঢালিউড কুইন অপু বিশ্বাস পর্দার মতো বাস্তব জীবনেও হয়েছিলেন জুটি। একে অপরের প্রেমে পড়া থেকে, সম্পর্কটি পারিবারিক জীবনে পরিণত হয়েছিল। ২০০৮ সালের ১৮ এপ্রিল তারা গোপনে বিয়ে করেন। আর বিয়ের আয়োজনে জড়িত ছিলেন তাদের ঘনিষ্ঠজন মামুনুজ্জামান মামুন।

- Advertisement -

পুত্রসন্তান জয়ের জন্ম হয়। বিষয়টি প্রকাশ্যে আনায় নানা নাটকীয়তা চলতে থাকে এই সম্পর্কে। একসময় জানা যায় বিচ্ছেদ হয়েছে শাকিব-অপুর। এরপর অভিনেত্রী বুবলীর সঙ্গে সম্পর্কে জড়ান। তারপর সাম্প্রতিক শাকিব-অপুকে একে অপরের সিনেমার প্রচারণা করতে দেখা যায় সোশ্যাল মিডিয়ায়।

একইসঙ্গে বিভিন্ন অনুষ্ঠানে প্রসঙ্গক্রমে ঢালিউড সুপারস্টারের বিষয় উঠে আসলে তাকে প্রশংসায় ভাসাতে দেখা যায় অপুকে। এসব নিয়ে নানা কথার মাঝে সম্প্রতি তাদের একসঙ্গে ঘুরতে দেখা যায় যুক্তরাষ্ট্রে। এবার তাদের সম্পর্কে মন্তব্য করতে বিয়ে ‘অপু বিশ্বাস এখনো শাকিবের বৈধ বউ’ বলে উল্লেখ করে ফেসবুকে পোস্ট দিলেন তাদের ঘনিষ্ঠজন মামুনুজ্জামান মামুন।

‘এখনও শাকিব খানের বৈধ ওয়াইফ অপু বিশ্বাস’ - the Bengali Times

গত ১৬ জুলাই ফেসবুকে নিজ প্রোফাইলে মামুনুজ্জামান মামুন লিখেছেন, ‘বাংলাদেশে দুদিন যাবত আমার শাকিব খান ভাই ও আমার আমার অপু বিশ্বাস দিদিকে নিয়ে মিডিয়ায় বিশাল কাণ্ড শুরু হয়ে গেছে। আমেরিকাতে জয়, অপু দিদি, আমিসহ আমরা একসঙ্গেই তো আসছি। এখন মূল কথা হয়েছে, এত দূর থেকে শাকিব ভাইর একমাত্র কলিজার টুকরা সন্তান আমেরিকা আসছে, আর শাকিব ভাই তার সন্তানকে দূরে রাখবে, সেই টা কি হয়?

‘অপু বিশ্বাস দিদি শাকিব ভাইর নয় বছর সংসার করেছে। শাকিব ভাইর বাবা, মা বউ হিসেবে অপু বিশ্বাসকে মানে, নাতি হিসেবে জয়কে মানে। এর বাইরে তারা কিছু মানতে নারাজ। আর এখন একজন মানুষ লোক দেখানো মায়া কান্না করে কিছু টাকা-পয়সা নেওয়ার জন্য। সে কি কখনো এক ঘণ্টার জন্য শাকিব ভাইর বাসায় তার বাবা-মার সঙ্গে সংসার করছে? শাকিব ভাইর অফিস রুমে সন্তান নিয়ে গেছে, আর গোপনে ছবি তোলার জন্য দুজন লোক নিয়ে গেছে, আঁকাবাঁকা সেই ছবি ফেসবুকে ছাড়ছে।’

তিনি আরও লেখেন, ‘অপু বিশ্বাস এখনো তার বৈধ ওয়াইফ, আর এখনো সারাদেশের মানুষ চায় তারা রাগ-অভিমান ভেঙে এক হয়ে যাক। দশজন যে দিকে থাকে, সৃষ্টিকর্তার রহমতও সেই দিকে থাকে। একজন বউ দাবি করে তার কাবিন নামা তো আজ অবদি কোনো সাংবাদিক ভাইকে দেখাইতে পারল না। অপু বিশ্বাসের কাবিন নামা জমির দলিলের মতো সিন্দুকে আটকানো আছে। একটা সাদা কাগজে এখন আর বউ ছাড়া হয় না, অর্থাৎ অপু বিশ্বাস এখনো শাকিব ভাইর বৈধ বউ।’

মামুনুজ্জামান মামুন লেখেন, ‘শুনছি শাকিব-অপু এক হওয়ার কারণে তার ভক্তরা মিষ্টি কিনে মিষ্টির দোকান খালি করে ফেলতেছে। আমেরিকায় রাত এখন ৩টা ১৫ মিনিট বাজে, তা না হলে আরও লিখতাম। তবে ১৩ বছরের ইতিহাস আমার কাছে জমা আছে। দুই জনের বিয়ে কাজীর মাধ্যমে আমি দিয়েছি। একটা কথা সবাই মনে রাখবেন, শাকিব ভাইর পিতা-মাতা, সন্তান জয়, বোন মনি আপা এবং অপু বিশ্বাস দিদি এই নিয়ে তার নতুন পৃথিবী।’

- Advertisement -

Related Articles

Latest Articles