13 C
Toronto
বৃহস্পতিবার, এপ্রিল ৩, ২০২৫

যে গ্রামে কখনোই বৃষ্টি হয় না

যে গ্রামে কখনোই বৃষ্টি হয় না - the Bengali Times

পৃথিবীর সব অঞ্চলেই কম বেশি বৃষ্টিপাত হয়। তবে এমন গ্রামও আছে যেখানে কখনোই বৃষ্টি হয় না। গ্রামটি ইয়েমেনের আল হুতাইব।

- Advertisement -

দেশটির রাজধানী সানার প্রশাসনিক এলাকা জাবল হারজের পার্বত্য অঞ্চলে গ্রামটির অবস্থান। বৃষ্টি না হলেও গ্রামটির সৌন্দর্য সবাইকে মুগ্ধ করে।

সেখানে জনবসতি, স্কুল, মাদ্রাসা, মসজিদ সবই আছে। রয়েছে প্রাচীন স্থাপনাসমূহও। যা দেখতে প্রতিবছর প্রচুর পর্যটকেরও আগমন ঘটে সেখানে।

মূলত সমতল থেকে প্রায় ৩২০০ মিটার উঁচুতে এই গ্রামের অবস্থান। আর স্বাভাবিক বৃষ্টির মেঘ জমে সমতল থেকে ২০০০ মিটারের মধ্যে। তাই আল হুতাইবের ওপরে মেঘ জমে না। সূত্র- আল আরাবিয়া।

- Advertisement -

Related Articles

Latest Articles